ভূতত্ত্বীয় সময় মানদণ্ড Geological Time Scale

দৈনন্দিন কাজকর্মে সময় পরিমাপের একক হিসেবে সেকেন্ড , মিনিট , ঘণ্টা , দিন , মাস , বছর ইত্যাদির ব্যবহার হয়ে থাকে অঙ্ক সময়ের ব্যবধানে এগুলির ব্যবহার গু
ভূতত্ত্বীয় সময় মানদণ্ড Geological Time Scale
ভূতত্ত্বীয় সময় মানদণ্ড Geological Time Scale?  দৈনন্দিন কাজকর্মে সময় পরিমাপের একক হিসেবে সেকেন্ড , মিনিট , ঘণ্টা , দিন , মাস , বছর ইত্যাদির ব্যবহার হয়ে থাকে অঙ্ক সময়ের ব্যবধানে এগুলির ব্যবহার গুরুত্বপূর্ণ । কিন্তু পৃথিবীর বয়স 460 কোটি বছর , ভূত্বকের বয়স 350 কোটি বছর -এগুলির হিসেব বা গণনার জন্য আমাদের অন্য এককের সাহায্য নিতে হয় । এর জন্য বিজ্ঞানীরা একটি সার্বজনীন ভূতত্ত্বীয় সময় মানন s ( geological time scale তৈরি করেছেন । তবে এটি একদিনে তৈরি হয়নি । 1830 সালে বিজ্ঞানী অ্যাডান সেজউইক ( Adam ) Sedgwick ) এবং বিজ্ঞানী রোডরিক মার্ডিসন ( Rodrick ) Murchison য় সময় মানদণ্ডের প্রথম ধারণা দেন । ব্রিটেনের ওয়েলস অঞ্চলে পাললিক শিলান্তরকে প্রধান দুইভাগে ভাগ করে প্রাচীন স্তরকে ক্যামব্রিয়ান Cambrian ) এবং নবীন স্তরকে সিলুরিয়ান Sifurian ) । এর কয়েকবছর পর বিজ্ঞানী । সেজউইক আর একটি নতুন স্তরের নামকরণ করেন । ডেভোনিয়ান ( Devonian ) । পরবর্তীকালে অবশ্য এই দুই বিজ্ঞানীর শিলাস্তরের নামকরণের চরন বিবার দেখা দেয় । তাদের মৃত্যুর পর অবশ্য অর্ডোভিনিয়ান Ordovician ) এবং পার্নিয়ান ( Permian ) নামে…

একটি মন্তব্য পোস্ট করুন