ভূতাত্ত্বিক সময় সারণিতে উল্লেখযোগ্য ভূতাত্ত্বিক ঘটনা ও ভূমিরূপ Major Geological Events and Landform in Geological Time Scale

প্রি - ক্যামব্রিয়ান যুগ ( Pre - cambrian Era ) 460 কোটি বছরের পৃথিবীর বয়সের মধ্যে প্রথমদিকে প্রায় 400 কোটি বছর হল প্রি - ক্যামব্রিয়ান যুগ ।
ভূতাত্ত্বিক সময় সারণিতে উল্লেখযোগ্য ভূতাত্ত্বিক ঘটনা ও ভূমিরূপ Major Geological Events and Landform in Geological Time Scale
ভূতাত্ত্বিক সময় সারণিতে উল্লেখযোগ্য ভূতাত্ত্বিক ঘটনা ও ভূমিরূপ Major Geological Events and Landform  in Geological Time Scale  ★প্রি - ক্যামব্রিয়ান যুগ ( Pre - cambrian Era )  460 কোটি বছরের পৃথিবীর বয়সের মধ্যে প্রথমদিকে প্রায় 400 কোটি বছর হল প্রি - ক্যামব্রিয়ান যুগ ।  1. এই যুগে পৃথিবীর প্রধান ভূভাগ কতকগুলি প্রাচীন আগ্নেয় ও রূপান্তরিত শিলা দ্বারা গঠিত শিল্ড অঞ্চলে বিভক্ত । এই সময়ের ভূত্বকের শিলাসমূহ কেলাসিত ( crystalline ) অবস্থায় ছিল । এ যুগের পূর্বের সময় আর্কিয়ান ( archean ) যুগ নামে পরিচিত ।  2. প্রি - ক্যামব্রিয়ান যুগের আগ্নেয় উদ্ভেদগুলি গ্রানাইট গঠিত ভূমিরূপ যথা — ব্যাথোলিথ , ল্যাকোলিথ , লপোলিথ প্রভৃতি রূপে আজও বর্তমান । এগুলির অনেক অংশ বর্তমানে রূপান্তরিত নিস শিলায় পরিণত হয়েছে ।  3. প্রি - ক্যামব্রিয়ান সময় হিম যুগেরও সন্ধান মেলে । এই হিমযুগের নিদর্শন পাওয়া যায় বর্তমানের কানাডা , নরওয়ে , অস্ট্রেলিয়া প্রভৃতি স্থানে ।  4. আজ থেকে 280 কোটি বছর পূর্বে গঠিত ফিনল্যান্ডের হিমবাহ সৃষ্ট হ্রদে সঞ্চিত পলিসমূহের বয়স নির্ণয় করে বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে পৌঁছেছেন ।  5. এই যুগে স…

একটি মন্তব্য পোস্ট করুন