পৃথিবীর বয়স গণনা ( Age Determination of Earth)

পৃথিবীর বয়স মোটামুটিভাবে 460 কোটি বছর ধরা হয় । তবে এই বয়সের সুস্পষ্ট ধারণা খুব বেশি দিনের নয় । আম থেকে মাত্র সাড়ে তিনশো বছর আগেও এ নিয়ে মানুষের
পৃথিবীর বয়স গণনা ( Age Determination of Earth)
পৃথিবীর বয়স গণনা ( Age Determination of Earth)  পৃথিবীর বয়স মোটামুটিভাবে 460 কোটি বছর ধরা হয় । তবে এই বয়সের সুস্পষ্ট ধারণা খুব বেশি দিনের নয় । আম থেকে মাত্র সাড়ে তিনশো বছর আগেও এ নিয়ে মানুষের ধারণা স্বচ্ছ ছিল না । তবে বারবার মানুষের মনে প্রশ্ন জেগেছে পৃথিবীর সৃষ্টি হলই বা কী করে তার ঘটনাটা ঘটেছিলই বা কবে ? গত দুশো বছরে পৃথিবীর বয়স নিয়ে নানা ভাবনাচিন্তা করেছেন নানা বিজ্ঞানী । একদল বিজ্ঞানী মনে করতেন , যেহেতু সূর্য থেকে পৃথিবীর সৃষ্টি হয়েছে ধীরে ধীরে তাপ বিকিরণ করে গ্যাস থেকে তরল এবং তরল থেকে কঠিন পৃথিবী অর্থাৎ দীর্ঘদিন ধরে তাপ বিকিরিত হয়ে আজকের কঠিন পৃথিবী তৈরি হয়েছে । কী হারে পৃথিবী ঠান্ডা হচ্ছে তা জানতে পারলে তার থেকে অঙ্ক কষে পৃথিবীর বয়স নির্ণয় করা সম্ভব । কিছু ঠান্ডা হওয়ার মাত্রাটি সবসময় ও সব জায়গায় সমান নয় , তাই এই আলোচনা আর বেশিদূর এগোয়নি । আর একদল বিজ্ঞানী মনে করতেন কঠিন পৃথিবীর উপরিভাগে সবসময়ই মাটি বা পলি জমছে । প্রতিবছর কতটা করে জমছে এবং আজ পর্যন্ত কতটা পুরু হয়ে জমেছে তা হিসেব নিলেই পৃথিবীর বয়স নির্ণয় করা সম্ভব । কিন্তু এখানেও বিপত্তি — প্রতিবছর মাটি ক্ষ…

একটি মন্তব্য পোস্ট করুন