জনসংখ্যা পিরামিত কাকে বলে ? প্রকারভেদ, বৈশিষ্ট, বিবরণ
জনসংখ্যা পিরামিত কাকে বলে ? প্রকারভেদ, বৈশিষ্ট, বিবরণ জনসংখ্যা পিরামিত কাকে বলে ? প্রকারভেদ, বৈশিষ্ট, বিবরণ (What is the population parameter? Types, features, descriptions) জনসংখ্যা পিরামিড population Pyramid : যে চিত্রের সাহায্যে বয়স স্ত্রী-পুরুষভেদে জনসংখ্যাকে বোঝানো যায় এবং যার অনুভূমিক অক্ষে স্ত্রী ও পুরুষ। উলম্ব অক্ষে বয়স নীর্দেশ করে তাকে জনসংখ্যা পিরামিড Population Pyramid বলে । বৈশিষ্ট্য: i} এর দ্বারা কোনো স্থান বা দেশের জনসংখ্যা সম্পর্কে ধারণা পাওয়া যায়। ii) জনসংখ্যার প্রকৃতি, অর্থনৈতিক ও সামাজিক পরিবেশের তারতম্য জনসংখ্যা পিরামিডের আকৃতিগত পার্থক্য করা যায়। iii) জনেসংখ্যা বৃদ্ধির গতি প্রকৃতি, নারী জনসংখ্যা পুরুষের জনেসংখ্যা, জন্মহার, মৃত্যুহার প্রভৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায় । বিভিন্ন প্রকার জনসংখ্যা পিরামিডঃ বিভিন্ন দেশের জনসংখ্যা পিরামিডের সাদৃশ্য ও পার্থক্য বিশ্লেষণ করে জনসংখ্যাবিদজ্ঞান ও প্রকার জনসংখ্যা পিরামিত চিহ্নিত করেছেন। | এগুলি হল: প্রথম শ্রেণির জনসংখ্যা পিরামিড (Type-1): এই ধরনের পিরামিডের ভূমিডাগ বেশ চওড়া ও প্রান্তদ্বয় মৃদ্যু চালু হয়। যেসব দেশের i এ জন্মহার ও মৃত্যুহার খুব বেশি iiশিশু ও যুবকের সংখ্যা খুব বেশি ii…