জনসংখ্যা পিরামিত কাকে বলে ? প্রকারভেদ, বৈশিষ্ট, বিবরণ

জনসংখ্যা পিরামিত কাকে বলে ? প্রকারভেদ, বৈশিষ্ট, বিবরণ
জনসংখ্যা পিরামিত কাকে বলে ? প্রকারভেদ, বৈশিষ্ট, বিবরণ (What is the population parameter?  Types, features, descriptions)  জনসংখ্যা পিরামিড population Pyramid :  যে চিত্রের সাহায্যে বয়স স্ত্রী-পুরুষভেদে জনসংখ্যাকে বোঝানো যায় এবং যার অনুভূমিক অক্ষে স্ত্রী ও পুরুষ। উলম্ব অক্ষে বয়স নীর্দেশ করে তাকে জনসংখ্যা পিরামিড Population Pyramid বলে । বৈশিষ্ট্য:  i} এর দ্বারা কোনো স্থান বা দেশের জনসংখ্যা সম্পর্কে ধারণা পাওয়া যায়। ii) জনসংখ্যার প্রকৃতি, অর্থনৈতিক ও সামাজিক পরিবেশের তারতম্য জনসংখ্যা পিরামিডের আকৃতিগত পার্থক্য করা যায়। iii) জনেসংখ্যা বৃদ্ধির গতি প্রকৃতি, নারী জনসংখ্যা  পুরুষের জনেসংখ্যা, জন্মহার, মৃত্যুহার প্রভৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায় বিভিন্ন প্রকার জনসংখ্যা পিরামিডঃ বিভিন্ন দেশের জনসংখ্যা পিরামিডের সাদৃশ্য ও পার্থক্য বিশ্লেষণ করে জনসংখ্যাবিদজ্ঞান ও প্রকার জনসংখ্যা পিরামিত চিহ্নিত করেছেন। | এগুলি হল: প্রথম শ্রেণির জনসংখ্যা পিরামিড (Type-1):  এই ধরনের পিরামিডের ভূমিডাগ বেশ চওড়া ও প্রান্তদ্বয় মৃদ্যু চালু হয়। যেসব দেশের i এ জন্মহার ও মৃত্যুহার খুব বেশি iiশিশু ও যুবকের সংখ্যা খুব বেশি  ii…

একটি মন্তব্য পোস্ট করুন