মানবীয় ভূগোলের শাখা সমূহ (Branches of Human Geography
মানবীয় ভূগোলের শাখা সমূহ (Branches of Human Geography মানবীয় ভূগোলের শাখা সমূহ (Branches of Human Geography) : প্রকৃতির প্রধান ফসলরূপে মানুষ এবং তার যাবতীয় কার্যাবলির পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে গিয়ে মানবীয় ভূগোলের বেশ কতকগুলি স্বতন্ত্র শাখার জন্ম হয় যেগুলিকে বাদ দিয়ে মানবীয় ভূগোল বিশ্লেষণ করা যায় না। সমাজ, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি প্রভৃতি নানান প্রেক্ষাপটে গড়ে ওঠা মানবীয় ভূগোলের বেশ কয়েকটি প্রধান শাখা এখানে আলোচিত হল 1. জনসংখ্যা ভূগোল (Population Geography) : মানবীয় ভূগোলের যে শাখায় জনসংখ্যার বণ্টন, প্রকৃতি,বিবর্তন, প্রজনন, পরিব্রাজন, জনসংখ্যার বৃদ্ধি ও গতিপ্রকৃতি, জনঘনত্ব প্রভৃতি বিজ্ঞানসম্মত ভাবে ব্যাখ্যা করা হয়, তাকে জনসংখ্যা ভূগোল (Population Geography) বলে। সাম্প্রতিক উপাদান : বর্তমানে জনসংখ্যা ভূগোলে আরো কতকগুলি উপাদান বিশেষভাবে স্থান পেয়েছে, যেমন--মানবসম্পদ উন্নয়ন, মানুষের জীবিকা, বেকারত্ব, কাম্যজনসংখ্যা, জনস্বল্পতা, জীনাকীর্ণতা, জনবিস্ফোরণ, জনসংখ্যার সমস্যা, নারী উন্নয়ন, লিঙ্গ পক্ষপাতিত্ব, জনসংখ্যার বিভিন্ন প্রাসঙ্গিক তত্ত্ব প্রভৃতি। প্রসঙ্গত পরিসংখ্যাবিদ্যার (Statistics) সুবাদে আধুনিক জনসংখ্যা ভূগোল “Demograph…