মাসাই (masai) মাসাই(masai) ভূমিকা (Introduction) : পূর্ব আফ্রিকার প্রায় 125টি আদি জনগোষ্ঠীর মধ্যে পশুপালক 'মাসাই' (Masai)-রা হল সবচেয়ে বৈচিত্র্যময়। পরাক্রমশালী, যোদ্ধা জনজাতি। “মাসাই’-রা মূলত ভূমধ্যসাগরীয় এবং নিগ্রো জনজাতির সংমিশ্রণ। গবাদি পশুপালন মাসই উপজাতির বেঁচে থাকার একমাত্র অবলম্বন বলে, কোনও কোনও ভৌগোলিক, এদের এই রীতিকে “the breath of life" আখ্যায়িত করেছেন। একসময় ব্রিটিশরা যখন আফ্রিকা দখল করতে এসেছিল ‘মাসাই’-রা তাদের প্রতিরোধের মাধ্যমে ব্রিটিশদের হটিয়ে দিতে সক্ষম হয়েছিল। পঞ্চদশ শতকের মাঝামাঝি থেকে রক্ষণশীল মাসাইরা, স্থানীয় পরিবেশের সঙ্গে অভিযোজন ঘটিয়ে তাদের পুরোনো রীতিনীতি ও ঐতিহ্যগত কৌশলকে আজও টিকিয়ে রাখতে সক্ষম হয়েছে। জনসংখ্যাগত তথ্য (Demographic Information) : পূর্ব আফ্রিকার বিভিন্ন প্রান্তে প্রায় 17 লক্ষেরও বেশি মাসাই উপজাতি বসবাস করছে। এর মধ্যে কেনিয়া এবং তানজানিয়াতেই সবচেয়ে বেশি মাসাই উপজাতির বাস। 2009 সালে কেনিয়ার জনগণনায় প্রায় 841,622 জন এবং 2011 জনগণনায় তানজানিয়ায় ৪,০০০০০ জন মাসাই জনগোষ্ঠীকে চিহ্নিত করা গেছে। 1990 সাল থেকে 2011 সাল পর্যন্ত পাওয়া "D…