ভারত একটি অদ্ভুত গ্রাম লংওয়া ( longwa Village )
ভারত একটি অদ্ভুত গ্রাম লংওয়া ( longwa Village ) ভারত একটি বৈচিত্র্যময় দেশ। নানা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ এখানে বসবাস করেন। পাশাপাশি ভৌগোলিক ভাবেও বিভিন্ন বৈচিত্র্য লক্ষ্য করা যায় এখানে। আমাদের দেশে গ্রামের সংখ্যা প্রচুর। পরিসংখ্যানের নিরিখে প্রায় ৭০ শতাংশ মানুষ এখনও বসবাস করেন গ্রামে। কিন্তু এই দেশেই এমন একটি গ্রাম আছে যা খুবই অদ্ভুত। এই গ্রামটির অবস্থানগত বৈশিষ্ট্য এমনই যা অবাক করে দেয় সবাইকেই। সবচেয়ে মজার বিষয় হল এখানে বসবাসকারী বহু মানুষের বাড়ির রান্নাঘর ও শোয়ার ঘর রয়েছে দুই দেশের মধ্যে। হ্যাঁ, শুনতে অদ্ভুত মনে হলেও ঠিক এইরকমই এক গ্রাম রয়েছে ভারতবর্ষের মধ্যেই। এছাড়াও, এখানকার গ্রামবাসীদের সীমান্ত পার হতে কোনো ভিসার প্রয়োজন হয় না। বরং তারা দুই দেশেই অবাধ বিচরণ করতে পারে। বর্তমান প্রতিবেদনে এই মজাদার গ্রাম সম্পর্কেই বিস্তারিত তথ্য তুলে ধরা হল। আমরা যে গ্রামটির কথা বলছি সেটির নাম হল লংওয়া। এই গ্রামটি নাগাল্যান্ডে অবস্থিত। এটি এমন একটি গ্রাম যার মধ্য দিয়ে ভারত ও মায়ানমার সীমান্ত চলে গিয়েছে। পাশাপাশি, এটি মোন জেলার সবচেয়ে বড় গ্রামগুলির মধ্যে একটি। সাধারণত কোনিয়াক আদিবাসীদের …