ডাম্পি লেভেল সার্ভে (DUMPY LEVEL SARVA)
ডাম্পি লেভেল সার্ভে (DUMPY LEVEL SARVA) ধারণা (concept): ভূ-পৃষ্ঠের কোনো অঞ্চলের বন্ধুরতা পরিমাপের জন্য ঐ অঞ্চলের বিভিন্ন স্থানের উচ্চতা পরিমাপ প্রয়োজন। এই উচ্চত কোনো নির্দিষ্ট তলের সাপেক্ষে পরিমাপ করা হয়। এই নির্দিষ্টতলকে ডেটাম তল (datum level) বলা হয়। সুতরাং পৃথিবীপৃষ্ঠের কোনো স্থানের উচ্চতা (আপেক্ষিক উচ্চতা) পরিমাপের পদ্ধতিকে লেভেলিং (leveling) বলা হয়। লেভেল (level) যন্ত্রের সাহায্যে এই উচ্চতা পরিমাপ রা হয়। লেভেল যন্ত্রের প্রকারভেদ (types of level instruments): লেভেল যন্ত্র নানা প্রকারের হয়, যথা- (১)ডাম্পি লেভেল (dumpy level). (২)ওয়াই লেভেল(Wye or Y level), ও (৩) কুকস রিভারসিবল লেভেল (gook's reversible level), ও (৪) কাশিং লেভেল (cashing's level), (৫) টিলটিং লেভেল (titing level) এবং (৬) অটোমেটিক লেভেল (authomatic level)। এদের মধ্যে ডাম্পি লেভেল (dumpy level) বহুল ব্যবহৃত এবং অপেক্ষাকৃত সহজ সরল। ডাম্পি লেভেল-এর পরিচিতি (description of dumpy level) জরিপের কাজে অনুভূমায়নের জন্য ব্যবহৃত একটি যন্ত্র ডাম্পি লেভেল। অ্যারনি লেভেলের অনুরূপ এই যন্ত্রটিতে দু-মুখ খোলা নলের বদলে একটি ছো…