মানচিত্র অভিক্ষেপ ( ধারণা, সংজ্ঞা, বৈশিষ্ট্য, প্রকৃতি, ব্যবহার,প্রয়োজনীয়তা) Map projection (concept,description, properties,use,necessity)

মানচিত্র অভিক্ষেপ ( ধারণা, সংজ্ঞা, বৈশিষ্ট্য, প্রকৃতি, ব্যবহার,প্রয়োজনীয়তা) Map projection (concept,description, properties,use,necessity)
মানচিত্র অভিক্ষেপ ( ধারণা, সংজ্ঞা, বৈশিষ্ট্য, প্রকৃতি, ব্যবহার,প্রয়োজনীয়তা)  Map projection (concept,description, properties,use,necessity)   মানচিত্র অভিক্ষেপ সম্পর্কে ধারণা concept of map projection :-  গ্লোব বা ভূ-গোলক হল পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপ। এতে নির্দিষ্ট ছেলে অক্ষরেখা ও দ্রাঘিমারেখা চিহ্নিত করা থাকে। আলোর সাহায্যে সমগ্র ভূ-গোলককে বা এর অংশকে যদি কোনো সমতলে (যেমন- i) অভিক্ষিপ্ত করা হয় তাহলে ভূগোলকের অক্ষরেখা ও দ্রাঘিমারেখাগুলি জালের মতো পরস্পরকে ছেদ করে সমতলের ওপর প্রতিফলিত হবে। এই পরস্পর ছেলকারী অক্ষরেখা ও দ্রাঘিমায়রেখাগুলির অঙ্কনই মানচিত্র অভিক্ষেপ। মানচিত্র অভিক্ষেপের সংজ্ঞা (definition of map projection):- (1)গ্লোব বা ভূগোলকের পরস্পরছেদকারী অক্ষরেখা ও দ্রাঘিমারেখার জালকে কোনো নির্দিষ্ট সমতলে যথাযথভাবে স্থানান্তর বা নিক্ষেপ করাকে মানচিত্র অভিক্ষেপ বলে। (2) ত্রিমাত্রিক ভূগোলক বা মোবের অক্ষরেখা ও দ্রাঘিমারেখার আলিকা বা গ্রিডকে যে নির্দিষ্ট বৈজ্ঞানিক পদ্ধতিতে নির্দিষ্ট তলে যথাযথ ও শ্রেণিবদ্ধভাবে স্থানান্তর করে মানচিত্র অঙ্কন করা হয়, তাকে মানচিত্র অভিক্ষেপ বলে। মানচিত্র অভিক্ষেপ…

একটি মন্তব্য পোস্ট করুন