মানচিত্র বিবর্তনের ইতিহাস (history of evolution of map)

মানচিত্র বিবর্তনের ইতিহাস (history of evolution of map)
মানচিত্র বিবর্তনের ইতিহাস (history of evolution of map) পৃথিবীর মানচিত্রটি খ্রিস্টপূর্ব 2500 সময়কাল থেকে নানা বিবর্তনের মাধ্যমে ঊনবিংশ শতাব্দীর শেষে বর্তমান রূপটি পায়। তবে 1578 খ্রিস্টাব্দে জে. মার্কেটর-এর অবদান এক্ষেত্রে অনস্বীকার্য। 1783 খ্রিস্টাব্দে ইংরেজ মানচিত্র অঙ্কনবিদ মেজর জেসম রেনেল সর্বপ্রথম ভারতের মানচিত্র তৈরি করে। • মানচিত্র অঙ্কনের প্রাচীনযুগ:  2500 খ্রিস্ট পূর্বাব্দে ব্যাবিলনের গাসুর নগরের ধ্বংসাবশেষ থেকে পাওয়া পোড়া মাটির ওপর আঁকা ম্যাপই পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীন ম্যাপ বলে ধরা হয়। পৃথিবীর প্রাচীনতম মানচিত্র 2500 খ্রিস্ট পূর্বাব্দে ব্যাবিলনে (ইরাকে) পাওয়া যায়। পৃথিবীর গুরুত্বপূ প্রাচীন মানচিত্র অঙ্কন করেন গ্রিক ভৌগোলিক ক্লডিয়াস টলেমি (Claudius Ptolemy) । ব্যাবিলনীয়দের অবদান:- ব্যাবিলন সভ্যতার ধ্বংসাবশেষ উদ্ধার করে দেখা গেছে, সে সময় পোড়া মাটির ফলক-এ মানচিত্র ব্যবহার হত। জানা যায় প্রায় 700 খ্রিস্ট পূর্বাব্দে ব্যাবিলনীয়রা শহর পরিকল্পনার নকশা তৈরি করেছিল। গ্রিকদের অবদান :- প্রাচীন গ্রিকরা প্রকৃতপক্ষে আধুনিক মানচিত্র অঙ্কন পদ্ধতির ভিত্তি স্থাপন করেন। গ্রিক পণ্ডিত অ্…

একটি মন্তব্য পোস্ট করুন