অপানুবর্তন বলতে কী বোঝ? শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের উপযোগিতা লেখো। অথবা, শিশুর শিখনে প্রাচীন অনুবর্তন প্রক্রিয়ার তাৎপর্য লেখো। অথবা, শিক্ষাক্ষেত্রে প্যাভলভের তত্ত্বের অবদান লেখো। অথবা, শিক্ষাক্ষেত্রে প্যাভলভীয় অনুর্বর্তন তত্ত্বের গুরুত্ব লেখো
অপানুবর্তন বলতে কী বোঝ? শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের উপযোগিতা লেখো। অথবা, শিশুর শিখনে প্রাচীন অনুবর্তন প্রক্রিয়ার তাৎপর্য লেখো। অথবা, শিক্ষাক্ষেত্রে প্যাভলভের তত্ত্বের অবদান লেখো। অথবা, শিক্ষাক্ষেত্রে প্যাভলভীয় অনুর্বর্তন তত্ত্বের গুরুত্ব লেখো। উত্তর প্যাডলডের কুকুর, মন্ডাফরনি, মাংস এবং কুকুরের লালাক্ষরণ সম্পর্কিত পরীক্ষায় অনুবর্তনকে স্থায়ী করতে হলে ঘন্টাধরনির সাথে মাঝে মাঝে। স্বাভাবিক উদ্দীপক অর্থাৎ মাংস বা খাদ্যবন্ধুকে উপস্থাপন করতে হবে। অনুবর্তনের পরে নাঁথা সময়ের মধ্যেও যদি খাবার দেওয়া না হয়, শুধু ঘন্টার বাজানো হয় তাহলে ক্রমশ লালাক্ষরণের (অনুবর্তিত প্রতিক্রিয়া) পরিমাণ কমতে কমতে একসময় তা বন্ধ হয়ে যাবে, একে অপানুবর্তন বলে। শিক্ষাক্ষেত্রে প্রাচীণ অনুবর্তন তত্ত্বের উপযোগিতা ইতর প্রাণী থেকে শুরু করে মানবশিশুর শিখনে প্যাডলডীয় প্রাচীন অনুবর্তন প্রক্রিয়ার উপযোগিতা লক্ষ করা যায়। এর শিক্ষাগত তাৎপর্যগুলি হল- [1] শিশুর ভাষাগত বিকাশ: শিশুর ভাষাগত বিকাশের ক্ষেত্রে প্রাচীন অনুবর্তন কৌশলের যথেষ্ট প্রভাব লক্ষ করা যায়। শিশুকে ভাষা শেখানোর সময় কোনো-একটি বিশেষ পরিচিত বস্তু বা ব্যক্তির সঙ্গে বিশেষ একটি …