সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন কাকে বলে? এর বৈশিষ্ট্য গুলি লেখ।

Alborigato
সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন কাকে বলে? এর বৈশিষ্ট্য গুলি লেখ।  উত্তর সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন  যে অনুবর্তন প্রক্রিয়ায় এর প্রতিক্রিয়া নির্দিষ্ট কোন উদ্দীপক নেই যেকোনো উদ্দীপকের সঙ্গে প্রতিক্রিয়ার সংযোগ ঘটানো যায় এবং যেখানে প্রাণীর সক্রিয়তা অপরিহার্যতাকে সক্রিয় অনুবর্তন করে। সক্রিয় বা অপারেন্ট অনুবর্তনের বৈশিষ্ট্য  অপারেন্ট হলো ফলোতপাদনের জন্যে প্রতিক্রিয়া যার নির্দিষ্ট কোন উদ্দীপক নেই। এইরূপ প্রতিক্রিয়ার জন্য প্রাণে সক্রিয় প্রচেষ্টা প্রয়োজন সক্রিয় অনুবর্তনের বিশেষ বৈশিষ্ট্য গুলি হল- 1. প্রাথমিক প্রস্তুতি: সক্রিয় অনুবর্তনের জন্য প্রাণীর প্রাথমিক প্রস্তুতির প্রয়োজন হয়। এই প্রস্তুতি প্রাণীকে সক্রিয় অনুবর্তনের উপযোগী করে তোলে।  2. স্বতঃস্ফূর্ত আচরণ: এই অনুবর্তনে প্রাণী যে নতুন আচরণটি করে তা স্বতঃস্ফূর্তভাবে আসে। এই আচরণ প্রাণীর চাহিদা পরিতৃপ্তির কারণে হয় বলেই তাকে স্বতঃ ভাবে আসে।  3. প্রাণের সক্রিয়তা: প্রাণীর সক্রিয়তা এই অনুবর্তনের অন্যতম বৈশিষ্ট্য।  4. শক্তি দায়ী উদ্দীপক: সক্রিয় অনুবর্তনের শক্তি দায়ী উদ্দীপকের প্রয়োজন হয়। স্কিনার আচরণ পরিবর্তনের কৌশল হিসেব শক্তিদায়ী উ…

একটি মন্তব্য পোস্ট করুন