থাস্টোনের দলগত উপাদান তত্ত্বটি আলোচনা করো।
থাস্টোনের দলগত উপাদান তত্ত্বটি আলোচনা করো। উত্তর থাস্টোনের দলগত উপাদান তত্ত্ব স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্বকে অনেক মনোবিজ্ঞানী সমর্থন করেননি। এমনকি পরবর্তীকালে দলগত উপাদানের (g-factor) কথা স্বীকার করার পরেও তাঁর তত্ত্বটি অসম্পূর্ণ বলে মন্তব্য করা হয়েছে। এই অবস্থায় মার্কিন মনোবিজ্ঞানী এল এল ঘাস্টোন অনেক পরীক্ষানিরীক্ষার সাহায্যে মানসিক ক্ষমতার দলগত উপাদানের কথা উল্লেখ করেন। তিনি প্রায় ৫০টি বিডিত্র অভীক্ষায় প্রাপ্ত ফলের মধ্যে সহসম্পর্ক নির্ণয় করে পরিসংখ্যান শাস্ত্রের জটিল পদ্ধতি উপাদান বিশ্লেষণের (Factor Analysis) মাধ্যমে দলগত উপাদান তত্ত্বটি প্রকাশ করেন। এই তত্ত্বে তিনি সাতটি প্রাথমিক উপাদানের কথা বলেন। এই উপাদানগুলি মৌলিক এবং পরস্পরনিরপেক্ষ। সেজন্য এদের প্রাথমিক উপাদান বলা হয়। প্রাথমিক উপাদানগুলি হল- [1] সংখ্যাগত উপাদান (সংক্ষেপে N): দ্রুত এবং সঠিকভাবে সংখ্যা নিয়ে গণনার কাজের ক্ষমতা। [2] বাচনিক উপাদান (সংক্ষেপে V): ভাষা বোঝা ও বাবহারের সাবলীলতা। [3] স্নান-প্রত্যক্ষণ উপাদান (সংক্ষেপে 5): যে কাজে বন্ধুর স্থান প্রত্যক্ষণের প্রয়োজন, তা কাল্পনিকভাবে চিন্তা করার ক্ষমতা। [4] স্মৃতির উপাদান (সংক্…