শিখন ও পরিশমনের মধ্যে সম্পর্ক কী?[নমুনা প্রণা: ABTA Inter School Test] শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলোচনা করো। অথবা, শিখনে পরিণমনের ভূমিকা আলোচনা করোMidnapore Collegiate School) [ABTA Inter School Test) 6+2
Alborigato
শিখন ও পরিশমনের মধ্যে সম্পর্ক কী?[নমুনা প্রণা: ABTA Inter School Test] শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলোচনা করো। অথবা, শিখনে পরিণমনের ভূমিকা আলোচনা করোMidnapore Collegiate School) [ABTA Inter School Test) 6+2
শিখন ও পরিশমনের মধ্যে সম্পর্ক কী?[নমুনা প্রণা: ABTA Inter School Test] শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলোচনা করো। অথবা, শিখনে পরিণমনের ভূমিকা আলোচনা করোMidnapore Collegiate School) [ABTA Inter School Test) 6+2 উত্তর: শিখন ও পরিগমণের সম্পর্ক শিখন ও পরিশমনের মধ্যে কতগুলি বিশেষ সম্পর্ক লক্ষ করা যায় [1] বিকাশমূলক প্রক্রিয়া: শিখন ও পরিশমন দুটিই বিকাশমূলক প্রক্রিয়া যার ফলে বাস্তির আচরণের পরিবর্তন ঘটে। শিশুর জীবনবিকাশের ক্ষেত্রে এই দুই প্রক্রিয়াহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই দুটি প্রক্রিয়া পরস্পর নির্ভরশীল। [2] নির্ভরশীলতা : ও প্রিয়া দুটির অন্যতম বৈশিষ্ট্য হল উভয় উভয়ের উপর নির্ভরশীল। শিখনের অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হলো পরিনমন। যথাযথ পরিণমন ছাড়া শিখন অসম্ভব। পরিনমন প্রক্রিয়াটি শিখন এর সীমারেখা নির্ধারণ করে। আবার অনেক ক্ষেত্রে শিখন পরিণমনের প্রিয়াকে ত্বরান্বিত করতে সহায়তা করেন, যেমন-দৈহিক অনুশীলন দৈহিক বৃদ্ধিতে সাহায্য করে। তাই বলা যায় শিখন এবং পরিনমন পরস্পর সম্পর্কযুক্ত এবং উভয়ের শিশুর জীবন বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। [3] মনোবীদের অভিমত: মনোবিদরা পরীক্ষা-নিরীক্ষা দেখেছ…