শিলাস্তরের বেধ (thickness of bed)
শিলাস্তরের বেধ (thickness of bed) ভূতাত্ত্বিক মানচিত্রের শিলাস্তর থেকে দু'ধরনের বেধ (thickness or width) পরিমাপ করা হয়। যথা- উল্লম্ব বেধ (vertical thickness): 1.হেলে থাকা শিলাস্তরের ঊর্ধ্ব ও নিম্ন স্তরায়ণ তলের মধ্যে যে উল্লম্ব ব্যবধান বা প্রশ্ন পাওয়া যায় তাকে উল্লম্ব বেথ (vertical thickness) বলে। 2.যে শিলাস্তর যত বেশি কোণে হেলে থাকে তার উল্লম্ব বেধের পরিমাণ তত বেশি। 3.শিলার নতির (dip) পরিমাণের সঙ্গেঙ্গ উল্লম্ব বেধের পরিমাণ সমানুপাতিক। উল্লম্ব বেধ নির্ণয়: 1.ভূতাত্ত্বিক মানচিত্রে কোনো শিলাস্তরের ওপর ও নীচের স্তরায়ণ রেখা বা স্তরায়ণ তলকে বিভিন্ন মানের সমোন্নতি রেখা ছেদ করে। এই রেখার সাহায্যে ওপরের স্তরায়ণ তল দিয়ে একটি আয়াম রেখা টেনে তাকে নীচের স্তরায়ণ তল পর্যন্ত বাড়ানো হল। অর্থাৎ একটি মানের আয়াম (700 মিটার) রেখার ওপর যেন অন্য একটি মানের (600 মিটার) আয়াম রেখাকে স্থাপন করে এই দুই আয়াম রেখার মানের পার্থক্য হল (700-600) শিলার উল্লম্ব বেধ। 2.ভূতাত্ত্বিক মানচিত্রে যখন কোনো শিলাস্তরের ওপর পৃষ্ঠ ও নীচের পৃষ্ঠে বিভিন্ন মানের সমোন্নতি রেখা ছেদ করায় দুটি পৃষ্ঠকে দুটি আয়াম রেখা টানা হয়। প্রথমে শিলাস্তরের…