পৃথিবীর অভ্যন্তরের স্তরবিন্যা(Layers of the Interior of the Earth)

Alborigato
পৃথিবীর অভ্যন্তরের স্তরবিন্যা(Layers of the Interior of the Earth)
পৃথিবীর অভ্যন্তরের স্তরবিন্যা(Layers of the Interior of the Earth) পৃথিবীর গভীর অভ্যন্তর ভাগের পদার্থের প্রকৃতি সম্বন্ধে আমাদের ধারণা এখনও খুবই সীমিত ও অনুমানমূলক। এই বিষয়েরও রহস্য উন্মোচনে ভুকম্পবিদ্যার সাহায্য নেওয়া হয়। তাই Pও এই দুটি ভরলোর গতিবেগের তারতম্য ও প্রতিসরণের সাহায্যে পৃথিবীর অভ্যন্তরের গঠন সম্পর্কে বহু তথ্য জানা গেছে। জানা গেছে, পৃথিবী সমসত্ব নয়। গভীরতার সাথে সাথে তার উপাদানের চাপ, তাপমাত্রা ও ঘনত্ব বাড়তে থাকে, ফলে ভূকম্পন তরঙ্গের গতিবেগের ও পরিবর্তন হয়। ভূমিকম্প তরঙ্গের উপরের বৈশিষ্ট্যগুলি বিচার বিবেচনা করে ভূমিকম্প বিজ্ঞানীরা ভূত্বক থেকে কেন্দ্র পর্যন্ত অংশকে তিনটি স্তরে বিভক্ত করেছেন। যথা 1. ভূত্বক (crust), 2. গুরুমণ্ডল (mantle), এবং 3. কেন্দ্রমণ্ডল (core)। এই স্তরগুলি সম্বন্ধে নীচে আলোচনা করা হল- ভূত্বক (Crust) ভূত্বক পৃথিবীর উপরিভাগের একটি অগভীর, শিলাগঠিত স্তর। গুরুমণ্ডলের ওপরে যে কঠিন, হালকা ও পাতলা শিলাস্তরটি পৃথিবীর বেষ্টন করে আছে তাকে বলে ভূত্বক। এই স্তরটি ভূ-অভ্যন্তরের সবচেয়ে উপরের স্তর। এর গড় গভীরতা 35-40 কিমি ধরা হলেও সমুদ্রের নীচে এর বিস্তার 5-10 কিমি এবং স্থলভ…

একটি মন্তব্য পোস্ট করুন