শিলান্তরের চ্যুতি গঠন(Faulted structure of rock bed)

Alborigato
শিলান্তরের চ্যুতি গঠন(Faulted structure of rock bed)
শিলান্তরের চ্যুতি গঠন(Faulted structure of rock bed) ভূতাত্ত্বিক মানচিত্রে চ্যুতি গঠনযুক্ত শিলাস্তর চিহ্নিতকরণের উপায় হল- ভূতাত্ত্বিক মানচিত্রে চ্যুতিরেখা বাঁকা বা সোজা থাকলে। 1.শিলাস্তবের পুনরাবৃত্তি বা অবলুপ্তি ঘটে থাকলে। 2.চাতিরেখার দুপাশের একই শিলাস্তরের আয়ামের মানের পরিবর্তন ঘটে থাকলে। 3.চাভিরেখার উভয়পার্শ্বের শিলাস্তরের গঠনের বিচ্ছেদ ঘটে থাকলে বা শিলাস্তর একটানা বিস্তৃত না থাকলে। 4.ভূমিরূপের হঠাৎ পরিবর্তন দেখা দিলে।অপেক্ষাকৃত নবীন শিলাস্তরের ওপর প্রাচীন শিলাস্তরের অবস্থান থাকলে। চ্যুতির গাঠনিক উপাদান(structural elements of faults): 1.চ্যুতি তল (fault llane): যে তল বা পৃষ্ঠ বরাবর শিলার 2.খন্ডিত অংশ বা খন্ডিত শিলাস্তূপ একে অপরকে ঘসতে ঘসতে দূরে সরে যায় তাকে চ্যুতিতল বলে। 3.চাতিরেখা (fault line): চ্যুতিতল এবং ভূপৃষ্ঠ যে রেখা বরাবর একে অন্যকে ছেদ করে তাকে চ্যুতি রেখা বলে। 4.চ্যুতিতলের নতি ও আয়াম (dip and Strike): অনুভূমিক তলের সঙ্গে চ্যুতি তল যে কোণে হেলে থাকে তাকে চ্যুতিতলের নতি বলে। অনুভূমিক তল ও চ্যুতিতল যে রেখা বরাবর একে অন্যকে ছেদ করে তাকে চ্যুতির বা চ্যুতিতলের আয়াম বলে। 5.চ্যুতিকোণ বা হেড …

একটি মন্তব্য পোস্ট করুন