ভূতাত্ত্বিক মানচিত্রের ধারণা (concept of geological map)

Alborigato
ভূতাত্ত্বিক মানচিত্রের ধারণা (concept of geological map) ভূ-অভ্যন্তরে মৃত্তিকার স্তর বিন্যাসের ধারা এবং বিভিন্ন প্রকার শিলার অবস্থান, গঠন প্রকৃতি, গভীরতা প্রভৃতি ভূতাত্ত্বিক উপাদান যে মানচিত্রে দেখানো হয় তাকে ভূতাত্ত্বিক মানচিত্র (geological map) বলে। ভূগোলবিদের কাছে এরূপ মানচিত্রের গুরুত্ব অপরিসীম। ভূ-পৃষ্ঠের কোথায় কীরূপ শিলা রয়েছে তার ভৌগোলিক বন্টন এবং ভূ-অভ্যন্তরে বিভিন্ন শিলাস্তরের বিন্যাস কীরূপ তা ভূতাত্ত্বিক মানচিত্র থেকে জানতে পারা যায়। ভূ-পৃষ্ঠের প্রাকৃতিক বিভাগ ও মৃত্তিকা বৈশিষ্ট্য, খনিজের বন্টন এবং জল সরবরাহের সমস্যা বোঝার জন্য এরূপ মানচিত্র আমাদেরকে সাহায্য করে। ভূ-ত্বকের উপরের অংশ যেসব শিলা দ্বারা গঠিত সেই শিলাগুলোর প্রকৃতি, বয়স ও বিভিন্ন শিলার মধ্যে সম্পর্ক সম্বন্ধে তথ্য পাওয়া যায় এরূপ মানচিত্র থেকে। ভূতাত্ত্বিক মানচিত্রের প্রস্থচ্ছেদ অঙ্কন করে তা ব্যাখ্যা করলে ভূ-অভ্যন্তরের বিভিন্ন স্থানের শিলা লক্ষণ (lithology) ও শিলা গঠন (structure) সম্পর্কেও জানতে পারা যায়। আবার, শিলা লক্ষণ ও গঠন প্রকৃতি দেখে কোনও অঞ্চলের ভূ-পৃষ্ঠের উপর বিভিন্ন ভূমিরূপের ক্রমবিকাশ সম্পর্কে ধারণা করা যা…

একটি মন্তব্য পোস্ট করুন