বায়ুমণ্ডলের উপাদান(Composition of Atmosphere)

Alborigato
বায়ুমণ্ডলের উপাদান(Composition of Atmosphere)
বায়ুমণ্ডলের উপাদান(Composition of Atmosphere) বায়ুমণ্ডল বিভিন্ন গ্যাসের মিশ্রণে গঠিত অর্থাৎ বায়ুমণ্ডল কোনো রাসায়নিক যৌগিক (chemical compound) নয়, একটি মিশ্র পদার্থ (mixture)। অন্যান্য মিশ্র পদার্থের মতো বায়ুর অন্তর্গত বিভিন্ন উপাদান তথা গ্যাসের অনুপাত বায়ুমণ্ডলের নিম্নভাগে প্রায় সমান থাকে, যদিও অক্ষাংশগত এবং ঋতু অনুযায়ী সামান্য পার্থক্য লক্ষ করা যায়। বায়ুমণ্ডলের (0-80 কিমি) প্রধান 5টি গ্যাসই এই উপাদানের 99.997 অংশ অধিকার করে আছে। এরা ক্রম অনুযায়ী হল নাইট্রোজেন (N_{2}) অক্সিজেন (O_{2}) আর্গন (Ar), কার্বন ডাই-অক্সাইড (C*O_{2}) এবং জলীয় বাষ্প (H_{2}*O) বায়ুমন্ডলের এই নিম্ন অংশ (0-৪০ কিমি উচ্চতায়) যেখানে অন্তর্গত উপাদানগুলির অনুপাত সর্বত্র সমান থাকে তাকে হোমোস্ফিয়ার (homosphere) বলে। জলীয় বাষ্প এবং কিছু ভাসমান কণা (suspended particles) ছাড়া অন্যান্য সব গ্যাসই মোটামুটি একই অনুপাতে থাকে হোমোস্ফিয়ারে। হোমোস্ফিয়ারের ঊর্ধ্বাংশই হেটারোস্ফিয়ার (heterosphere)। এটি 80-100 থেকে প্রায় 10,000 কিমি পর্যন্ত বিস্তৃত। উপরে বর্ণিত প্রধান চটি গ্যাস ছাড়াও বায়ুমণ্ডলে পাওয়া যায় নিওন (Ne), হিলিয়াম (He) ও…

একটি মন্তব্য পোস্ট করুন