অ্যানি লেভেল সার্ভে (ABNEY LEVEL SURVEY)

Alborigato
অ্যানি লেভেল সার্ভে (ABNEY LEVEL SURVEY)
অ্যানি লেভেল সার্ভে (ABNEY LEVEL SURVEY) ধারণা (concept): ব্রটিশ রসায়ন ও পদার্থবিদ উইলিয়াম অ্যাবনি-এর নামানুসারে ছোটো জরিপ যন্ত্রটির নাম অ্যাবনি লেভেল। এই যন্ত্রটি অনুভূমিক তলের সাপেক্ষে কৌণিক (উন্নত ও অবনত কোণ) পরিমাপের কাজে ব্যবহৃত হয়। যন্ত্রটিতে একটি উলিস্কোপের সাহায্যে উল্লম্বতলে 90 থেকে 90 পর্যন্ত কৌণিক পরিমাপ করা যায়। এই যন্ত্রটি একটি টেলিস্কোপ, স্পিরিট লেভেল ও অর্ধ-চন্দ্রাকার চাঁদা নিয়ে গঠিত। অ্যাবনি লেভেলের বিভিন্ন অংশ(different parts of Abney level) উইলিয়াম অ্যাবনির (1843-1920) ছোটো জরিপ যন্ত্র অ্যাবনি লেভেল-(1) টেলিস্কোপ, (2)স্পিরিট লেভেল এবং (3)অর্ধচন্দ্রাকার চাঁদা সহযোগে গঠিত। উক্ত যন্ত্রাংশের বিবরণ হল- ① টেলিস্কোপ (telescope): (i) এই টেলিস্কোপ চোঙের ভেতর দিয়ে লক্ষ্যবস্তুকে দেখা যায়। এই চোঙের দৈর্ঘ্য 12 থেকে 18 সেমি হয়। (ii) টেলিস্কোপের ভেতরে 45° কোণে একটি আয়না লাগানো থাকে। এই আয়নার ঠিক পেছনের দিকে টেলিস্কোপের ভিতরে অনুভূমিকভাবে থাকে ক্রশ তার। (iii) কোনো লক্ষ্যবস্তুকে টেলিস্কোপের মধ্য দিয়ে দেখার সময় টেলিস্কোপকে উপর-নীচ করে এমন অবস্থায় আনতে হবে যাতে টেলিস্কোপের ভিতর অনুভূমিক কুশ তা…

একটি মন্তব্য পোস্ট করুন