NANAP

Alborigato
NANAP উত্তর:- তৃতীয় বিশ্বের সংবাদ সংস্থা NANAP বলতে বোঝানো হয় Non-Aligned News Agencies Pool। এটি ছিল একটি সংবাদ সংস্থা নেটওয়ার্ক, যা ১৯৭৫ সালে সাবেক যুগোস্লাভিয়ার বেলগ্রেডে প্রতিষ্ঠিত হয়েছিল। এই সংস্থার লক্ষ্য ছিল: 1. তৃতীয় বিশ্বের দেশগুলোর মধ্যে তথ্য আদান-প্রদান বৃদ্ধি করা:- NANAP গঠন করা হয়েছিল মূলত জোট নিরপেক্ষ আন্দোলনের (Non-Aligned Movement - NAM) অংশ হিসেবে। এটি তৃতীয় বিশ্বের দেশগুলোর নিজস্ব সংবাদ পরিবেশনার মাধ্যমে পশ্চিমা সংবাদ মাধ্যমের ওপর নির্ভরশীলতা কমানোর চেষ্টা করেছিল। 2. উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ রক্ষা:- NANAP এমন একটি মঞ্চ হিসেবে কাজ করত যেখানে উন্নয়নশীল দেশগুলো নিজেদের দৃষ্টিভঙ্গি ও সমস্যাগুলো তুলে ধরতে পারত। 3. পশ্চিমা সংবাদমাধ্যমের প্রভাব কমানো:- পশ্চিমা সংবাদ সংস্থাগুলোর প্রভাবের বিরুদ্ধে দাঁড়িয়ে NANAP উন্নয়নশীল দেশের নিজস্ব স্বকীয়তা বজায় রাখার চেষ্টা করেছে। NANAP-এর কার্যক্রম:-  NANAP মূলত বিভিন্ন দেশের জাতীয় সংবাদ সংস্থাগুলোর সহযোগিতায় পরিচালিত হত। এটি তৃতীয় বিশ্বের দেশগুলোর মধ্যে সংবাদ ও তথ্য বিনিময়ের জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করত। এর মূল উদ্…

একটি মন্তব্য পোস্ট করুন