বায়ুর গতিবেগ (Wind Velocity)
বায়ুর গতিবেগ (Wind Velocity) বায়ুর গতিবেগের প্রধান নিয়ন্ত্রক বায়ুর চাপের ঢালজনিত বল। বায়ুর চাপ ঢাল যত বেশি হয়, বায়ুর গতিবেগ তত বাড়ে। অন্যদিকে ঢাল যত মৃদু হয় গতিবেগ তত হ্রাস পায়। তবে বায়ুর চাপ ঢালের সঙ্গেঙ্গ গতিবেগ সমানুপাতিক হলেও ভুপৃষ্ঠের ঘর্ষণজনিত বাধার কারণে উদ্ভূত ঘর্ষণজনিত বল বায়ুর গতিবেগকে নিয়ন্ত্রণ করে। এই কারণে ভারতীয় উপমহাদেশের বিভিন্ন অংশে বায়ুর গতিবেগে তারতম্য লক্ষ করা যায়. প্রদত্ত আবহাওয়া মানচিত্রে বিভিন্ন আবহাওয়াকেন্দ্রের বায়ুর গতিবেগ সংক্রান্ত তথ্য সংগ্রহ করে সংঘটিত পরিসংখ্যা তালিকা (Table: 1.2) ও এর ভিত্তিতে অঙ্কিত আয়তলেখ (চিত্র: 1.7) বিশ্লেষণ করলে অনুধাবন করা যায় যে সারা ভারত জুড়ে ঘণ্টায় ১ নট গতিবেগসম্পন্ন বায়ুপ্রবাহই প্রাধান্য বিস্তার করেছে। এর পরিসংখ্যান মোট আবহাওয়াকেন্দ্রের 28-89%। এ ছাড়া 21-11% এলাকায় ঘণ্টায় 5 নটের চেয়ে কম, 14-44% এলাকায় 10 নট, 6.67% এলাকায় 15 নট গতিবেগে বায়ু প্রবাহিত হয়েছে। 20 ও 25 নট গতিবেগে বায়ু খুবই কম এলাকায় প্রবাহিত হয়েছে। এদের পরিমাণ উভয় এলাকাতেই মোট আবহাওয়াকেন্দ্রের 26-67% এলাকাতেই শান্তভাব বিরাজ করে. উল্লিখিত বায়ুপ্রবাহের গতিবেগে…