আবহাওয়া মানচিত্র (Weather Map)
আবহাওয়া মানচিত্র (Weather Map) যে মানচিত্রের মাধ্যমে কোনো নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় অবস্থিত বিভিন্ন আবহাওয়াকেন্দ্রে কোনো নির্দিষ্ট সময়ে আবহাওয়ার বিভিন্ন উপাদানের অবস্থা পর্যবেক্ষণ করে প্রাপ্ত তথ্যকে নির্দিষ্ট প্রতীক চিহ্ন ও সংখ্যাগত মানের সাহায্যে উপস্থাপন করা হয়, তাকে আবহাওয়া মানচিত্র বলা হয়। আবহাওয়ার উপাদানগুলি যেহেতু প্রতিনিয়ত বদলে যায় তাই কোনো দেশের আবহাওয়া দপ্তর প্রতিদিন আবহাওয়া মানচিত্র প্রস্তুত করে। তাই একে দৈনিক আবহাওয়া মানচিত্র (Daily Weather Map)-ও বলে। দৈনিক আবহাওয়া মানচিত্রে যে সমস্ত প্রতীক চিহ্নের ব্যবহার করা হয় সেগুলি বিশ্ব আবহাওরা সংস্থা (WMO) কর্তৃক নির্ধারিত। এই অধ্যায়ে ইতিপূর্বেই এই সমস্ত প্রতীকচিহ্ন সম্বন্দ্বে আলোচনা করা হয়েছে। দৈনন্দিন আবহাওয়া মানচিত্র পাঠের উদ্দেশ্য (Objective of Daily Weather Report Interpretation) 1. আবহাওয়ার উপাদানগুলি যেহেতু নিয়ত পরিবর্তনশীল, তাই আবহাওয়া মানচিত্র দ্বারা প্রতিদিনের আবহাওয়া সংক্রান্ত তথ্য সংগ্রহ করে রাখা ও সচিত্র উপস্থাপনা করা হয়। 2. প্রতিদিনের বিভিন্ন স্থানের আবহাওয়ার বৈশিষ্ট্য সম্বন্ধে একনজরে জ্ঞান লাভ করা হয় আবহাওয়া মানচিত্রের সাহ…