Station model এবং আবহাওয়া মানচিত্রে ব্যবহৃত সাংকেতিক চিহ্নসমূহ (Symbols used in Station model and Weather Map)

Alborigato
Station model এবং আবহাওয়া মানচিত্রে ব্যবহৃত সাংকেতিক চিহ্নসমূহ (Symbols used in Station model and Weather Map) আবহাওয়ার বিভিন্ন উপাদানগুলিকে যেসব সাংকেতিক চিহ্ন বা চরম মানবিশিষ্ট সংখ্যা দ্বারা উপস্থাপন করা হয় সেগুলিকে ভালোভাবে জানা ও পর্যবেক্ষণ করা বিশেষভাবে প্রয়োজন। বিশ্ব আবহাওয়া দপ্তর কর্তৃক নির্দিষ্ট করা সাংকেতিক চিহ্নগুলিকে নিচে আবহাওয়ার উপাদান অনুযায়ী উল্লেখ করা হল- 1. বায়ুর চাপ (Air Pressure): কোনো নির্দিষ্ট স্থানে একক ক্ষেত্রফলের ওপর বায়ুমণ্ডল তার ওজনের জন্য লম্বভাবে যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে ওই স্থানের বায়ুর চাপ বলা হয়। আবহাওয়া মানচিত্রে বায়ুর চাপ সমপ্রেষরেখা দ্বারা দেখানো হয়। চাপের পরিমাণ মিলিবারে প্রকাশ করা হয়। সমপ্রেষরেখাগুলি 2 মিলিবার ব্যবধানে টানা থাকে, তবে কখনো কখনো 4 মিলিবার অন্তরও টানা থাকতে পারে। মানচিত্রে উচ্চচাপ ও নিম্নচাপ ক্ষেত্র বোঝাতে যথাক্রমে ইংরেজি অক্ষর H L লেখা থাকে। এই উচ্চচাপ ও নিম্নচাপ আপেক্ষিক অর্থে ব্যবহৃত হয়, কোনো চরম মান দ্বারা নির্দিষ্ট বা স্থির করা হয় না। Station model-এ বায়ুর চাপ উল্লেখ করার জন্য pppp সংকেত ব্যবহার করা হয়। 2. বায়ুর দিক ও গতি (D…

একটি মন্তব্য পোস্ট করুন