স্টেশন মডেল ও সিনপটিক চার্ট (Station model and Synoptic Chart)

Alborigato
স্টেশন মডেল ও সিনপটিক চার্ট (Station model and Synoptic Chart) কোনো নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ে একটি ভৌগোলিক এলাকার সমস্ত আবহাওয়াকেন্দ্রের আবহাওয়ার উপাদানগুলির পরিস্থিতি একনজরে উপস্থাপনের জন্য প্রাপ্ত তথ্যকে একই ধরনের প্রতীক চিহ্ন ও সংখ্যাগত মানের সাহায্যে উপস্থাপন করা হলে তাকে Synoptic Chart বলে। গ্রিক শব্দ 'Syn'-এর অর্থ একসঙ্গে (together) এবং 'optic'-এর অর্থ দৃশ্যমান (visible)। এই দুটি শব্দ জুড়ে 'Synoptic' শব্দটি এসেছে যার ব্যুৎপত্তিগত অর্থই হল একসাথে দৃশ্যমান। কিন্তু একই ধরনের প্রতীক ও সংখ্যা ব্যবহার করা সত্ত্বেও একটি বিরাট ভৌগোলিক এলাকার এতগুলি আবহাওয়াকেন্দ্রের আবহাওয়া সংক্রান্ত তথ্য একসঙ্গে অনুধাবন ও ব্যাখ্যা করা অসুবিধাজনক। তাই Synoptic chart-এর পরিবর্তে কোনো নির্দিষ্ট আবহাওয়া কেন্দ্রকে তার অবস্থান অনুযায়ী ছোট বৃত্তের মাধ্যমে বসিয়ে ওই কেন্দ্রের আবহাওয়ার তথ্যগুলিকে পূর্বনির্ধারিত ও সার্বজনীনস্বীকৃত প্রতীক চিহ্ন ও সংখ্যাগত মান দ্বারা উপস্থাপন করে ও সুনির্দিষ্ট স্থানে বসিয়ে যে মডেল প্রস্তুত করা হয় তাকে Station model বলে। Sta-tion model-এর সাহায্যে কোনো নির…

একটি মন্তব্য পোস্ট করুন