ভারতের আধুনিক বৈষম্য প্রদর্শনের কয়েকটি পদ্ধতি ও নির্ধারক(Some methods and determinants of Regional Disparities in India)
ভারতের আধুনিক বৈষম্য প্রদর্শনের কয়েকটি পদ্ধতি ও নির্ধারক (Some methods and determinants of Regional Disparities in India) ভারতের আঞ্চলিক উন্নয়ন তথা বিকাশের বিভিন্ন স্তরেই বৈষম্যের যাবতীয় প্রেক্ষাপটটি লুক্কায়িত রয়েছে। সেই কারণে কয়েকজন বিশেষজ্ঞ তাঁদের নিজস্ব দৃষ্টিভঙ্গিতে এখানকার আঞ্চলিক বৈষম্যকে প্রদর্শন করার ক্ষেত্রে পদ্ধতিগতভাবে কিছু নির্ধারকের কথা বলেছেন, যেগুলি পরোক্ষভাবে উন্নয়নের মাত্রা নির্ধারণের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। যেমন- [1] বিপ্লব দাসগুপ্ত পদ্ধতি (Biplob DasGupta's Method) : মার্ক্সীয় ভাবধারায় বিশ্বাসী অর্থনীতি বিশেষজ্ঞ বিপ্লব দাশগুপ্ত (2) জানুয়ারি 1938-17 জুলাই 2005) ভারতের আঞ্চলিক বৈষম্যকে উপস্থাপন করার ক্ষেত্রে এখানকার মানুষের জীবনযাত্রা এবং বেশকিছু সুযোগসুবিধাকে প্রাধান্য দিয়েছিলেন। তিনি আঞ্চলিক উন্নয়নের স্তর নির্ধারণের ক্ষেত্রে দুটি উল্লেখযোগ্য পদ্ধতির কথা উল্লেখ করেন। যেগুলি হল- [ক] সাধারণ র্যাঙ্কিং পদ্ধতি (Simple Ranking method), এবং [খ] নির্দেশক পদ্ধতি (Indices method) [ক] সাধারণ র্যাঙ্কিং পশ্যতি (Simple Ranking method) : শ্রী দাসগুপ্ত এই পদ্ধতি অনুসারে ভারতের …