ভারতের বৈচিত্যের মধ্যে ঐক্যের প্রাসজ্ঞিাকতা(The relevance of unity in India's diversity)
Alborigato
ভারতের বৈচিত্যের মধ্যে ঐক্যের প্রাসজ্ঞিাকতা(The relevance of unity in India's diversity) ভারতের বৈচিত্যের মধ্যে ঐক্যের প্রাসজ্ঞিাকতা (The relevance of unity in India's diversity) "বৈচিত্র্যের মধ্যে ঐকা” শব্দটির আক্ষরিক অর্থ হল দেশে ভৌগোলিক উপাদানের বিপুল সমারোহে বিভিন্নতা থাকা সত্বেও একতা বা ঐক্যের অবস্থা প্রায় সর্বক্ষেত্রেই বিদ্যমান। প্রসঙ্গক্রমে বলা হয়ে থাকে, এদেশে সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক বিভিন্ন দিক থেকে বৈচিত্র্য থাকলেও, সার্বিকভাবে ভৌগোলিক উপাদানগুলির মধ্যে পারস্পরিক দ্বন্দ্বের তুলনায় আন্তঃনির্ভরশীল প্রাসঙ্গিকতাই সবচেয়ে বেশি। রিসলে (Risley) বিষয়টিকে আরও স্পষ্ট ভাষায় বলেছেন, ধর্মগত, প্রথাগত বৈচিত্র্যের অভ্যন্তরে উত্তরে হিমালয় থেকে দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত ভারতবর্ষের সর্বত্রই বৈচিত্র্যের মধ্যে ঐক্য বিরাজ করছে. বৈচিত্র্যের মধ্যে ঐক্যের কয়েকটি নিদর্শন (A few patterns of unity in Diversity): ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের সম্পর্কটির একাধিক দৃষ্টান্ত রয়েছে। ভারতের যে সমস্ত ভৌগোলিক প্রেক্ষাপট বা পরিস্থিতি বৈচিত্র্যের মেলবন্ধনকে বাঁচিয়ে রেখেছে, তার কয়েকটি উল্লেখযোগ্য নিদর্শন হল- (১) ভারতের স্বতন্ত্র অবস্থান, বিন্যাস, আয়তন এবং প্রকৃতিগত দিক থেকে নানা বৈচিত্র্য…