আঞ্চলিকীকরণ(Regionalization)
আঞ্চলিকীকরণ (Regionalization) আঞ্চলিকীকরণের ধারণা (Concept of Regionalization) সাধারণত আঞ্চলিকীকরণের ধারণাটিকে সরল বা ব্যাপক- উভয় অর্থেই ভৌগোলিকগণ ব্যবহার করে থাকেন। যেমন- • সরল অর্থে আঞ্চলিকীকরণ (Regionali-zation in a simple sense): খুব সহজ ভাষায় বলা যায়, ভূপৃষ্ঠের কোনও অঞ্চলকে বোধগম্য করে তুলতে দৈশিক দিক থেকে সেটিকে সঠিকভাবে চিহ্নিত বা পৃথকীভূত করার প্রক্রিয়াই হল আঞ্চলিকীকরণ। ব্যাপক অর্থে আঞ্চলিকীকরণ (Region- alization in a broad sense): পরিসর নির্ধারণের যে কৌশলটি কোনও অঞ্চলের কিরীভাবে কয়েকটি ধ্রুবক (যেমন-ভূপ্রকৃতি, মৃত্তিকা, জলবায়ু , স্বাভাবিক উদ্ভিদ, সাংস্কৃতি প্রকৃতি) এর ভিত্তিতে স্বতন্ত্র বা পৃথক মাত্রায় প্রদর্শন করে তাকেই আঞ্চলিকই করন বলা হয় । ভৌগোলিকের ধারণায় আঞ্চলিকীকরণ (Regionalization as conceived by Geographers ): 2016 খ্রিস্টাব্দে Goltermann, Lohaus, Striebinger প্রমুখ ভৌগোলিক উল্লেখ করেন- "Regionalization can be defined as intensification of intra-regional social and economic interaction." অর্থাৎ আঞ্চলিকীকরণকে আন্তঃআঞ্চলিক সামাজিক ও অর্থনৈতিক মিথস্ক্রিয়ার প্রাবল্যতা …