সামাজিক সত্ত্বারূপে অঞ্চল (Region as a Social Entity)
সামাজিক সত্ত্বারূপে অঞ্চল (Region as a Social Entity) আঞ্চলিক ধারণা সংক্রান্ত প্রেক্ষাপটে দীর্ঘকালীন ধারাবাহিক বিবর্তনকে অনুসরণ করেই অঞ্চলের বস্তুগত অভিমুখী ক্রমেই সামাজিক সত্ত্বায় উপনীত হয়েছে। এ প্রসঙ্গো, প্রকৃতিকে যদি পৃথিবীর আদিমতম প্রকাশরূপে ধরা হয়, একইভা। মানবকেন্দ্রীয় অঞ্চলের পরিসরটি নিঃসন্দেহে আধুনিক পৃথিবীরই আরেক বহিঃপ্রকাশ। একসময়, পৃথিবীর যাবর্তী অঞ্চলগুলিকে ভূপ্রকৃতি, নদনদী, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ প্রভৃতির নিরিখে বর্ণনা করা হতো। কিন্তু ধারক ও বাহক রূপে আধুনিক সভ্যতায় মানুষের অদম্য শক্তি প্রকৃতির উপাদানগুলিতে বিভিন্ন পরিবর্তন আনছে সক্ষম হয়েছে। বিশেষ করে, চাহিদা, সম্পদলাভ এবং সমৃদ্ধির পরিপ্রেক্ষিতে মানুষ তার নিজস্ব চিন্তাধারায় বিক্রি অঞ্চলগুলিকে স্থান-কাল-পাত্র অনুযায়ী যথেষ্ট সমৃদ্ধ করেছে। এইভাবে অঞ্চলের ব্যাপ্তি ক্রমেই সামাজিক সবুর দ্বারা আলোকিত হয়েছে। এখানে অঞ্চলের সামাজিক সত্ত্বাকে নিম্নলিখিত বেশ কয়েকটি বক্তব্যের মাধ্যমে উপস্থাপন করা হল। • মানবীয় ক্ষেত্ররূপে অঞ্চল (Region as the human field): পৃথিবীর প্রায় সমস্ত অঞ্চল জুড়েই মানুষের বিভিন্ন কার্যকলাপ পরিলক্ষিত হয়। সেই কারণে…