বৃষ্টিপাত মাপার যন্ত্র (Rainfall Measure-ment Apparatus)

Alborigato
বৃষ্টিপাত মাপার যন্ত্র (Rainfall Measure-ment Apparatus) Rain Gauge: যে যন্ত্রের সাহায্যে কোনো স্থানের বৃষ্টিপাত মাপা হয় তাকে Rain Gauge বা বৃষ্টিপরিমাপক যন্ত্র বলে। যন্ত্রটি ফাঁপা চোঙ-এর মতো দেখতে। চোঙের মাথাটি ফানেল আকৃতির হয়। যন্ত্রটির ব্যাস 12.5 সেন্টিমিটার বা 5 ইঞ্চি। এটি উন্মুক্ত স্থানে ভূমি থেকে সামান্য ওপরে বসাতে হয়। সারাদিন অর্থাৎ 24 ঘণ্টায় যতটা বৃষ্টির জল জমা হয় সেই জলটুকুর পরিমাপ করা হয়। বৃষ্টিপাত সেমি ও ইঞ্চি এককে মাপা হলেও সেমি বা মিমি এককের ব্যবহার বর্তমানে বেশি। • বৃষ্টিপাত পরিমাপের প্রয়োজনীয় যন্ত্রাংশ (Apparatus Required for the Measurement of Rainfall): বৃষ্টিপাত পরিমাপের জন্য প্রয়োজনীয় উপকরণসমূহ হল- (a) 12.5 সেমি বা 5 ইঞ্চি ব্যাসযুক্ত একটি তামার চোঙ বা বেলন (Cylinder). (b) 12.5 সেমি বা 5 ইঞ্চি ব্যাসযুক্ত একটি ফানেল, (c) একটি কাচের বোতল বা রিসিভার এবং (d) একটি বৃষ্টিপাত পরিমাপক কাচপাত্র (Measuring glass) • বৃষ্টিপাতমাপক যন্ত্রের বিবরণ (Description of a Rain Gauge): 12.5 সেমি বা 5 ইঞ্চি সমমাপের ব্যাসযুক্ত একটি তামার তৈরি চোঙার মুখে একটি ফানেল বসানো থাকে। ফানেলটি এমনভাবে বসানো থ…

একটি মন্তব্য পোস্ট করুন