বৃষ্টিপাত প্রক্ষেপ চিত্র (Rainfall Dispersion Diagram)
বৃষ্টিপাত প্রক্ষেপ চিত্র (Rainfall Dispersion Diagram) আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলির মধ্যে বৃষ্টিপাত হল এমন একটি উপাদান যার সময়ান্তরে ধারাবাহিকতার তারতম্য লক্ষ্য করা যায়। এই তারতম্য কোনো অঞ্চলের আর্থ-সামাজিক পরিস্থিতিকে প্রভাবিত করে। তাই বৃষ্টিপাতের পরিমাণের ঋতভিত্তিক বা অঞ্চলভেদে প্রগাঢ়তার (intensity) পার্থক্য অথবা ধারাবাহিকতা (Consistency) অধ্যয়ন জলবায়ুবিদার এক অবিচ্ছেদ্য বিষয়। বৃষ্টিপাত প্রক্ষেপ চিত্র (Rainfall Dispersion Diagram) হল এমন একটি একমাত্রিক লেখচিত্র যার দ্বারা কোনো অঞ্চলের ঋতুভেদে কিংবা অঞ্চলভেদে বৃষ্টিপাতের ধারাবাহিকতার তারতম্য উপযুক্ত রাশিমাত্রিক বিশ্লেষণ সহকারে লেখচিত্র দ্বারা উপস্থাপন করা যায়। নীতি (Principle) বৃষ্টিপাত প্রক্ষেপ চিত্র অঙ্কনের প্রধান উদ্দেশ্য হল সময়ভেদে বৃষ্টিপাতের পরিমাষের ধারাবাহিকতার তারতম্য নির্ণয় করা। এখন এই তারতম। কোনো অঞ্চলে বিভিন্ন মাসের বৃষ্টিপাতের ধারাবাহিকতা সংক্রান্ত হতে পারে কিংবা অঞ্চলভেদে বৃষ্টিপাতের ধারাবাহিকতা সংক্রান্ত হতে পারে। তবে উভয়ক্ষেত্রেই ধারাবাহিকতা পরিমাপের জন্য অন্তত 30 থেকে 35 বছরের বৃষ্টিপাত সংক্রান্ত রাশিতথ্য থাকা বাঞ্…