আঞ্চলিকীকরণের সমস্যা (Problems of Regionalization)

Alborigato
আঞ্চলিকীকরণের সমস্যা (Problems of Regionalization) আঝলিকীকরণের বিধিসম্মত প্রক্রিয়াটি ভৌগোলিকদের নিজস্ব দৃষ্টিভঙ্গিমূলক কৌশলে উপস্থাপন হয়ে থাকে বলে, সামগ্রিকভাবে এখানেও বেশ কয়েকটি সমস্যা দেখা যায়। যেমন- • মতানৈক্য (Disagreement) প্রচলিত যে-সমস্ত পদ্ধতির উপর দৃষ্টি নিবন্ধ করে আঞ্চলিকীকরণ করা হয়, অনেক্ষেত্রে ওই সকল পদ্ধতি নিয়ে প্রায়শই ভৌগোলিকদের মধ্যে যথেষ্ট মতানৈক্যের সৃষ্টি হয়। তাই, নির্ধারিত অঞ্চলগুলির প্রাথমিক শ্রেণিবিভাগগুলিকে পুনরায় নতুনভাবে পরিমার্জন করার প্রয়োজনীয়তা দেখা দেয়। • যথার্থ তথ্যের অভাব (Lack of accurate information): আঞ্চলিকীকরণের প্রাথমিক পর্যায়ে প্রাকৃতিক এবং আর্থসামাজিক উপাদানগুলি সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে হয়। কিন্তু বাস্তবে দেখা যায়, সংশ্লিষ্ট তথ্য সংগ্রহের জন্য জাতীয় এবং আঞ্চলিক পরিসংখ্যান দপ্তরগুলিও যথেষ্ট অপ্রতুল। তাই, স্থানীয় উৎস থেকে পাওয়া তথ্যের নিরিখেই ভৌগোলিকরা অঞ্চল চিহ্নিত করে থাকেন, যা কখনো কখনো ভ্রান্ত বলে প্রমাণিত হয়। • সামঞ্জস্যতার ত্রুটি (Compatibility error): আঞ্চলিকীকরণের ক্ষেত্রে নির্ধারিত সমস্ত পরিসরগত উপাদানকে সমান গুরুত্ব দিয়ে দেখা হয় না। ফ…

একটি মন্তব্য পোস্ট করুন