বায়ুমণ্ডলের প্রমাণ চাপ (Normal or Standard Atmospheric Pressure)
Alborigato
বায়ুমণ্ডলের প্রমাণ চাপ (Normal or Standard Atmospheric Pressure)
বায়ুমণ্ডলের প্রমাণ চাপ (Normal or Standard Atmospheric Pressure) 45° অক্ষাংশে সমুদ্রপৃষ্ঠে ০° সেঃ উন্নতায় 76 সেমি পারদ-স্তম্ভ যে চাপ দেয় তাকেই বায়ুমণ্ডলের প্রমাণ চাপ বলে। সমুদ্রপৃষ্ঠে 45° অক্ষাংশে -এর মান 980-6 সেমি/সেকেন্ড' এবং ০° উন্নতায় পারদের ঘনত্ব 13-596 গ্রাম/ঘনসেমি। বায়ুমণ্ডলের প্রমাণ চাপ =76x13-596x9806 ডাইন/বর্গ সেমি বা= 1 . 1325 ×10⁶ ডাইন/বর্গসেমি বা=1.01325 বার বা. 1013-25 মিলিবার বিভিন্ন ধরনের চাপমান যন্ত্র বা ব্যারোমিটার (Barometer): যে যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয় তাকে ব্যারোমিটার প্রচাপমান যন্ত্র বলে। বিভিন্ন রকম ব্যারোমিটারের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়। এদের মধ্যে ফটিন, কিউ, অ্যানিরয়েড ব্যারোমিটার ও ব্যারোগ্রাফ বিশেষভাবে উল্লেখযোগ্য। ফর্টিন ব্যারোমিটারের বিবরণ ও কার্যপ্রণালী নিচে বর্ণনা করা হল। • ফটিন ব্যারোমিটার (Fortin's Barometer): পারদ-স্তম্ভের সঠিক উচ্চতা পরিমাপের জন্য এই থার্মোমিটারে মূল স্কেলের সঙ্গে ভার্নিয়ার স্কেল সংযুক্ত থাকে এবং পারদপাত্রের পারদতলকে সব সময় একই তলে রাখার জন্য বিশেষ ব্যবস্থা আছে। বিবরণ: চিত্র: 24.5 (a) এবং (b) অনুযায়ী AB একটি সমব্যা…