অঞ্চলের শ্রেণিবিভাগের প্রয়োজনীয়তা (Need for Classification of Region)

Alborigato
অঞ্চলের শ্রেণিবিভাগের প্রয়োজনীয়তা (Need for Classification of Region)
অঞ্চলের শ্রেণিবিভাগের প্রয়োজনীয়তা (Need for Classification of Region) ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে অঞ্চল শ্রেণিবিভাগের বেশ কয়েকটি প্রয়োজনীয়তা রয়েছে। যেমন- • তথ্য সংগ্রহকরণ (Information collection): পার্থিব কোনও স্থান সম্পর্কে যথাযথ তথ্য সংগ্রহের জন্য অঞ্চলের শ্রেণিবিভাগ করা বাঞ্ছনীয়। যেমন-জলবায়ু বা ভূপ্রাকৃতিক অঞ্চলের শ্রেণিবিভাজন এদের প্রকৃতি সংক্রান্ত তথ্য নির্ধারণ ছাড়া কখনোই যুক্তিসঙ্গত হয় না। • নামকরণ (Naming): আঞ্চলিক শ্রেণিবিভাজনের অপর একটি গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা হল নামকরণ। আসলে সঠিক নামকরণ ছাড়া কোনও অঞ্চলই প্রাতিষ্ঠানিক বা প্রশাসনিক দিক থেকে সেভাবে গুরুত্ব বা স্বীকৃতি পায় না। • আঞ্চলিক পরিকল্পনা (Regional planning): কোনও একটি অঞ্চলকে বিধিসম্মতভাবে পরিকল্পনার আওতায় আনতে হলে, তার যথাযথ শ্রেণিবিভাগ করা অত্যন্ত প্রয়োজন। কারণ, সমস্ত ধরনের পরিকল্পনা একটি দেশের শ্রেণিবদ্ধ আঞ্চলিক ক্রমাঙ্কের ভিত্তিতে নির্ধারিত হয়। আবার সঠিক পরিকল্পনার মধ্যে দিয়েই আঞ্চলিক উন্নয়ন তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায়। অঞ্চলের শ্রেণিবিভাগ (Classification of Region ): আঞ্চলিক ভূবিজ্ঞানের সবচেয়ে কঠিন এবং জটিল একটি কাজ হল অ…

একটি মন্তব্য পোস্ট করুন