মৌসুমি জলবায়ু (Monsoon Climate)

Alborigato
মৌসুমি জলবায়ু (Monsoon Climate)
মৌসুমি জলবায়ু (Monsoon Climate) মৌসুমি শব্দের উৎপত্তি আরবি শব্দ মৌসিম (mousim) বা মালয়ালাম শব্দ মনসিন (monsin) থেকে, যার অর্থ ঋতু। মৌসুমি শব্দটি এক বিশেষ ধরনের ঋতুকালীন নিয়মিত ও ধারাবাহিক বায়ুপ্রবাহকে নির্দেশ করে, যে বায়ু গ্রীষ্ম ঋতুতে যেদিক থেকে প্রবাহিত হয়, শীত ঋতুতে ঠিক তার বিপরীত দিক থেকে প্রবাহিত হয়। সুতরাং, শীত ও গ্রীষ্ম ঋতুভেদে বিপরীত দিক পরিবর্তনকারী প্রবাহিত বায়ুকে মৌসুমি বায়ু বলে. বস্তুত, এভাবে প্রবাহিত ব্যয়ই আদশ মৌসমি বায়। পৃথিবীর মধ্যে ভারতবর্ষ এমন একটি দেশ, যেখানে আদন মৌসমি বায় লক্ষ করা যায়। বছরের অধিকাংশ সময় এই বায়ু প্রবল ও ব্যাপকভাবে প্রবাহিত হয়। তাই, ভারতৎে মৌসুমি বায়ুর ক্রীড়াক্ষেত্র বলে মনে করা হয়। তবে কোনো কোনো অঞ্চলে বা দেশে এই বায়ু বছরের একটি শুরুতে ধারাবাহিক ও নিয়মিতভাবে প্রবাহিত হওয়ার পর অবশিস্ট দিনগুলিতে অনুপস্থিত থাকতে পারে কিংবা বিপরীত দিক থেকে প্রবাহিত না হয়ে অন্য যে-কোনো দিক থেকে প্রবাহিত হাতে পারে। এই ধরনের মৌসুমি বায়ুকে ছয় মৌসুমি (Pseudo-monsoon) বা মৌসুমিভাবাপন্ন (monsoon tendencies) বায়ু বলা হয়। স্বভাবতই মৌসুমি বস্তু প্রভাবাধীন দেশগুলি মৌসুমি জলবা…

একটি মন্তব্য পোস্ট করুন