বায়ুর উন্নতা পরিমাপ (Measurement of Temperature)
বায়ুর উন্নতা পরিমাপ (Measurement of Temperature) উদ্বুতা হল কোনো বস্তুর তাপীয় অবস্থা। অর্থাৎ বস্তুটি উয় না শীতল। উন্নতা পরিমাপের দুটি একক প্রচলিত। একটি ডিগ্রি সেলসিয়াস (° সেঃ) এবং অপরটি ডিগ্রি ফারেনহাইট (° ফাঃ)। উন্নতা যেহেতু অনুভতি মাত্র তাই স্পর্শ দ্বারা সহজে পরিমাপ করা যায় না। যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুর উন্নতা সুক্ষ্ম ও নির্ভুলভাবে পরিমাপ করা যায়, তাকে থার্মোমিটার (Thermometer) বলে। তবে যে-কোনো বস্তুর উয়তা সাধারণ থার্মোমিটার দ্বারা পরিমাপ করা গেলেও বায়ুমণ্ডলের উদ্বুল্ল পরিমাপের জন্য বিশেষ এক ধরনের থার্মোমিটার ব্যবহার করা হয়। এই থার্মোমিটারকে সিক্সের গরিষ্ঠ ও লঘিষ্ঠ থার্মোমিটার রলে। সিক্সের গরিষ্ঠ ও লমিষ্ঠ থার্মোমিটার (Six's Maximum and Minimum Thermometer): জেমস সিক্স 1782 খ্রিস্টাব্দে এই থার্মোমিটারটি উদ্ভাবন করেন। এটি এমন একটি যন্ত্র যার মাধ্যমে দিনের (24 ঘণ্টার) সর্বোত ও সর্বনিম্ন তাপমাত্রা অতি সহজে নথিভুক্ত করা যায়। এর সাহায্যে দৈনিক, মাসিক ও বার্ষিক গাড় তাপমাত্রার প্রসর নির্ণয় করা যায়। সিক্সের থার্মোমিটারের বামদিকে লঘিষ্ঠ ও ডানদিকে গরিষ্ঠ থার্মোমিটার থাকে । বিবরণ (Desc…