বায়ুতে আর্দ্রতার পরিমাপ (Measurement of Humidity)
Alborigato
বায়ুতে আর্দ্রতার পরিমাপ (Measurement of Humidity)
বায়ুতে আর্দ্রতার পরিমাপ (Measurement of Humidity) আবহাওয়ার উপাদান হিসেবে কিছু পরিমাণ জলীয় বাষ্প বায়ুমণ্ডলে সব সময়ই থাকে। সম্মান ও কালভেদে এর পরিমাণ গরিবর্তিত হয়। বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অধিক, কিন্তু শীতকালে এর পরিমাণ হ্রাস পায়। আবার, একই হয়ে অঞ্চলভেদে জলীয় বাষ্পের তারতম্য লক্ষ করা যায়। যেমন- দিঘার উপকূলে জলীয় বাষ্পের পরিমাণ অধিক, কিন্তু ইকুড়া ও পুরুলিয়ায় জলীয় বাষ্প থাকে খুবই কম। একটি নির্দিষ্ট আয়তন বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতিই আর্দ্রতার পরিমাণ নির্দেশ করে। যে যন্ত্রের মাধ্যমে বায়ুতে উপস্থিত আর্দ্রতার পরিমাণ পরিমাপ করা হয় তাকে হাইগ্রোমিটার বলে। হাইগ্রোমিটার দু-ধরনের হয়-1. শুদ্ধ ও আর্দ্রকুণ্ড থার্মোমিটার (Dry & Wet Bulb Thermometer) বা মেসজ মাইগ্রোমিটার (Mason's Hygrometer) এবং 2. স্বয়ংক্রিয় হাইগ্রোমিটার (Auto-Hygrometer)। শুদ্ধ ও আর্দ্রকুণ্ড থার্মোমিটার বা হাইগ্রোমিটার (Dry and wet bulb thermometer or Mason's Hygrometer): * আর্দ্র ও শুদ্ধকুণ্ড থার্মোমিটারের বিবরণ: একটি ফ্রেমের মধ্যে পাশাপাশি দুটি থার্মোমিটার রাখা থাকে। একটি অর্ধবৃত্ত এবং অন্যটি শুষ্ককুণ্ড। চিত…