বৃহৎ পরিকল্পনা অঞ্চল (Macro Planning Region)

Alborigato
বৃহৎ পরিকল্পনা অঞ্চল (Macro Planning Region)
বৃহৎ পরিকল্পনা অঞ্চল (Macro Planning Region) সাধারণত কেন্দ্রিভূত পরিকল্পনায় দুই বা ততোধিক মাঝারি পরিকল্পনা অঞ্চলের উন্নয়ন তথা স্থায়ী সমস্যা সমাধানের। লক্ষ্যে সমন্বয়ীভাবে কোনো বৃহৎ পরিসরে যে পরিকল্পনা প্রণয়ন করা হয়, তাকেই বৃহৎ পরিকল্পনা অঞ্চল বলা হয়।প্রসঙ্গত উল্লেখ্য, 1952 খ্রিস্টাব্দে পারস্পরিক পরামর্শ, সহযোগিতার উন্নয়নমূলক প্রেক্ষাপটে ভারতের বৃহৎ পরিকল্পনা অঞ্চলগুলি রূপায়ণের স্বার্থে "National Development Council" বা জাতীয় উন্নয়ন পরিষদ স্থাপন করা হয়েছিল। একসময় ভারতের প্রাদেশিক অঞ্চল নির্ধারণের সিদ্ধান্ত রূপায়ণের (পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ ও মধ্য অঞ্চল এবং 'জোনাল কাউন্সিল'-এর মাধ্যমে। যাবতীয় কর্মভার ন্যস্ত ছিল "Planning Commission"-এর হাতে। বর্তমানে "NIII Ayog" দেশে অঞ্চল সংক্রান্ত যাবতীয় ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করে থাকে।  উদ্দেশ্য (Purpose): জাতীয় এবং আঞ্চলিক স্তরকে সঠিকভাবে অনুধাবন এবং পুঙ্খানুপুঙ্খ উপস্থাপন। পরিকল্পনাকে ঘিরে কেন্দ্র-রাজ্যের মধ্যে আর্থসামাজিক সমন্বয় তথা সুসম্পর্ক স্থাপন।  জাতীয় স্বার্থ সুরক্ষিতকরণ। সমগ্র দেশকে সমৃদ্ধির স্তরে উত্তরণ…

একটি মন্তব্য পোস্ট করুন