বিশ্ব উন্নায়ন ও গ্রিনহাউস প্রভাব প্রতিরোধে গৃহীত আন্তর্জাতিক চুক্তি ও সহযোগিতা(International treaties and Cooperations for preventing of Green house effect and Global warming)
বিশ্ব উন্নায়ন ও গ্রিনহাউস প্রভাব প্রতিরোধে গৃহীত আন্তর্জাতিক চুক্তি ও সহযোগিতা(International treaties and Cooperations for preventing of Green house effect and Global warming) বিশ্ব উন্নায়ন ও গ্রিনহাউস প্রভাব নিয়ন্ত্রণের উদ্দেশ্যে বিভিন্ন দেশ, সরকারি সংস্থা, NGO পারস্পরিক সহায়তায় নানা প্রকারের উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্দেশ্যে গ্রিনহাউস গ্যাস নির্গমন বন্ধ করতে ওইসব দেশগুলি পরস্পরের মধ্যে একাধিক সম্মেলন ও চুক্তি সম্পাদন করেছে। বিশ্ব উন্নায়ন সংক্রান্ত উল্লেখযোগ্য আন্তর্জাতিক সম্মেলনগুলি নিচে আলোচনা করা হল- 1. বিশ্ব জলবায়ু সম্মেলন: 1979 খ্রিস্টাব্দে সুইজারল্যান্ডের রাজধানী জেনিভাতে WMO-এর তত্ত্বাবধানে বিশ্ব উন্নায়ন সম্পর্কিত একটি সম্মেলন আহ্বান করা হয়। এই সম্মেলনে মানুষের অবিবেচনাপ্রসূত কার্যের কারণে বায়ুমণ্ডলে CO, -এর পরিমাণ বৃদ্ধি পাওয়া ও এর প্রভাব নিয়ে আলোচনা করা হয়। 2. টরোন্টো সম্মেলন: 1988 খ্রিস্টাব্দে কানাডার টরোন্টো শহরে অনুষ্ঠিত জলবায়ু-সংক্রান্ত একটি সম্মেলনে উন্নত দেশগুলিকে 2005 খ্রিস্টাব্দের মধ্যে CO, নির্গমন 20% কমানোর কথা বলা হয়। 3. বসুন্ধরা সম্মেলন: 1992 খ্রিস্টাব্দে ব্রাজিলের…