বিশ্ব উন্নায়নে মানুষের ভূমিকা (Influence of Human Beings on Global Warming)

Alborigato
বিশ্ব উন্নায়নে মানুষের ভূমিকা (Influence of Human Beings on Global Warming) বিশ্ব উন্নায়ন অথবা পৃথিবীর জলবায়ু পরিবর্তনে প্রাকৃতিক প্রভাব থাকলেও মানুষের বৈচিত্র্যময় কার্যাবলি প্রকাশে প্রভাব বিস্তার করছে। মানুষের অবিবেচনাপ্রসূত কার্যকলাপে বহুল পরিমাণে গ্রিনহাউস গ্যাস পরিবেশে উপছে। এর ফলস্বরূপ পৃথিবীর তাপমাত্রা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। মানুষের কার্যকলাপের ফলে বিশ্বে জলবায়ুর যে পরিবর্তন ঘটছে তার কারণগুলি হল- 1. অত্যধিক জীবাশ্ম জ্বালানির দহন: বিভিন্ন জীবাশ্ম জ্বালানি, যথা কয়লা, পেট্রোলিয়াম প্রভৃতি হাইড্রোকার্বন জাতীয় যৌগ দহনের ফলে বায়ুতে CO² CO, SO² প্রভৃতি ক্ষতিকারক গ্যাস মেশে। মানবসভ্যতার ক্রমবিকাশে শক্তির প্রধান উৎস হিসেবে কলকারখানা ও যানবাহন চালাতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার ক্রমশ বেড়েই চলেছে। ফলে বায়ুতে সমান হারে গ্রিনহাউস গ্যাসের পরিমাণও বাড়ছে। তাই বায়ুমণ্ডলের তাপমাত্রা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। 2. অবাধে বৃক্ষচ্ছেদন: স্বাভাবিক উদ্ভিদই একমাত্র প্রাকৃতিক সম্পদ যা বায়ুমণ্ডলের CO² কে শোষণ করে O² পরিবেশে মুক্ত করে। কিন্তু কৃষিকাজ, বাসস্থান নির্মাণ, নগরায়নের সম্প্রসারণ, জ্বালানি কাঠের প…

একটি মন্তব্য পোস্ট করুন