ভারতের আঞ্চলিক পরিকল্পনার বাস্তবায়ন (Implementation Regional Plans in India)

Alborigato
ভারতের আঞ্চলিক পরিকল্পনার বাস্তবায়ন (Implementation Regional Plans in India)
ভারতের আঞ্চলিক পরিকল্পনার বাস্তবায়ন (Implementation Regional Plans in India) পরিকল্পনার পটভূমি (Background of the Plan ) ভারতের বিভিন্ন অঞ্চলের সার্বিক উন্নয়নকে হাতিয়ার কার আঞ্চলিক পরিকল্পনার বাস্তবায়ন প্রচেষ্টা দীর্ঘ প্রায় সবর বছর অতিক্রান্ত হলেও, স্বাধীনতার পূর্বে পরিকল্পিতভাবে এদেশে আঞ্চলিক উন্নয়নের সার্বিক উদ্যোগ সেভারে। কিন্তু দেখা যায়নি। বিশেষ করে, দ্বিতীয় বিশ্বযুগের ভয়াবহ কোণঠাসা পরিস্থিতিতে আনঞ্চলিক উন্নয়নের ধারণাটি ভারতের মতো অধিকাংশ দেশেই যথেষ্ট অস্পর থেকে যায়। যদিও, সমসাময়িক আঞ্চলিক পরিকল্পনা? ক্ষেত্রে ইংল্যান্ড যথেস্ট উন্নতি করেছিল, কিন্তু ব্রিটিশদে পুঁজিভিত্তিক অর্থ আগ্রাসন নীতি এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সমগ্র ভারতবাসীর অনাস্থার পরিণতিস্বরূপ সোভিয়েত অর্থনীতির সমাজতান্ত্রিক উন্নয়নমুখী ভাবধারা রুমন এদেশেও সর্বাধিক জনপ্রিয় হয়ে ওঠে। তদানীন্তন কাসে মুষ্টিমেয় যে কয়েকজন ভারতীয় চিন্তাবিদের কাছে উন্নয়নের বিষয়টি অত্যন্ত স্পষ্ট হয়ে উঠেছিল, তাঁদে মধ্যে অন্যতম ছিলেন-এম, বিশ্বেশ্বরায়া, দাদাভাই নওরজী, গোবিন্দ রানাডে, আর জি. দাও, মহয় গান্ধী, নেতাজী সুভাষচন্দ্র বসু, রমেশ চন্দ্র মজুমলং জওহরলা…

একটি মন্তব্য পোস্ট করুন