বিশ্ব উন্নায়ন (Global Warming)

Alborigato
বিশ্ব উন্নায়ন (Global Warming) নিম্ন ট্রপোস্ফিয়ারে গ্রিনহাউস গ্যাসের ঘনত্ব অতিমাত্রায় বৃদ্ধি পাওয়ায় ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গের অবলোহিত রশ্মি (infrared radiation) শোষিত হয়ে পুনরায় ভূপৃষ্ঠে ফিরে আসে। এর ফলে পৃথিবী জুড়ে বায়ুমন্ডলের গড় উদ্ভুতা ক্রমশ বেড়েই চলেছে। এই ঘটনাকে পরিবেশ বিজ্ঞানী ও আবহাওয়াবিজ্ঞানীরা বিশ্ব উন্নায়ন (Global Warming) রূপে আখ্যা দিয়েছেন। গ্রিনহাউস প্রভাব ও বিশ্ব উন্নায়ন (Green house effect and Global Warming): গ্রিনহাউস গ্যাসের প্রভাব বিশ্ব উন্নায়নের প্রধান কারণ। আবার, বিশ্ব উন্নায়ন গ্রিনহাউস প্রভাবেরই ফল।  সাধারণ নিয়মে সূর্য থেকে আগত সৌরশক্তির 70% ভূপৃষ্ঠকে বর্তমানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উত্তপ্ত করে। বাকি 30% (NASA report অনুসারে) মেঘ, বুলিকণা ভূপৃষ্ঠ থেকে সরাসরি প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যায়। আগত সৌরবিকিরণের 70% স্বাভাবিক নিয়ম অনুযায়ী ভূপৃষ্ঠ ধীরে ধীরে বিকিরণ করে এবং তা মহাশূন্যে ফিরে যায়। ভূপৃষ্ঠের এই বিকিরণ সম্পূর্ণটাই দীর্ঘ তরঙ্গরূপে হয়। কিন্তু বায়ুমন্ডলে উপস্থিত গ্রিনহাউস গ্যাসগুলি ভূপৃষ্ঠ বিকিরিত দীর্ঘ-তরঙ্গের রশ্মির উত্তম শোষক। এই গ্যাসগুলি দীর্ঘদিন য…

একটি মন্তব্য পোস্ট করুন