GIS-এর প্রাথমিক ধারণা(FUNDAMENTAL OF GIS)
GIS-এর প্রাথমিক ধারণা(FUNDAMENTAL OF GIS) ভূমিকা (Introduction): যুগের আদিকাল থেকেই পৃথিবী ক্রমশঃ পরিবর্তিত ও বিভিন্নভাবে যুগের সঙ্গে তাল মিলিয়ে পরিবর্ধিত হয়ে গলায় মানুষ পৃথিবীর মানব সভ্যতার আদিকাল থেকেই তার সবিধা মত কাজ করে নেওয়ার জন্য বিভিন্ন পদ্ধতির সাহায্য ২৯ নিজের কাজ সম্পাদনের ইচ্ছায় মানুষ একদিন তথ্যের বিবরণ আবিষ্কার করে ফেলল এবং পরবর্তীকালে তা প্রকাশ বং বিভিন্ন মাধ্যমও খুঁজে বের করল যার উন্নত রূপ হল বর্তমান সভ্যতার মানচিত্র ব্যবস্থা। মানুষের অসাধারণ বৃদ্ধিময়। বিজ্ঞানের বিস্ময়কর আবিষ্কারের ফলেই মানুষ বর্তমান সভ্যতায় উন্নতির এই চরম শিখরে অবস্থান করছে। ভৌগোলিক ঘটনাবলীর প্রকৃতি (The Nature of Geographic Phenomena): ভূগোল হল এক ধরনের বিজ্ঞান, যা হল দৈশিক বিশ্লেষণ বা পৃথিবীতে দৃশ্যমান বস্তু ও তার সঙ্গে সম্পর্কীত ঘটনাজা ক্ষেত্রগত সম্পর্ককে (Areal Interrelations) বিশ্লেষণ করে। এখানে কোন একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা তা চেয়ে ইহা আমাদের বাসস্থান-পৃথিবীর দৈশিক সম্পর্কের বিষয়ে বর্ণনা ও তার ব্যাখ্যা করে। সুতরাং ভুগোল অসম গৃজ কিছু বিষয়ের নিয়ম ও ভৌত ও আর্থ-সামাজিকভাবে তাদের শাখা-প্রশাখাগুলিকে ন…