ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাধারণ উদ্দেশ্য(General Purpose of Five years Plan in India)

Alborigato
ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাধারণ উদ্দেশ্য(General Purpose of Five years Plan in India)
ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাধারণ উদ্দেশ্য (General Purpose of Five years Plan in India) ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে যে সমস্ত প্রধান উদ্দেশ্যগুলিকে সামনে রাখা হয়, সেগুলি হল- • উপযুক্ত পরিকল্পনার মাধ্যমে সার্বিকভাবে আর্থিক উন্নয়ন বৃদ্ধির হার বাড়িয়ে দেশ এবং জনগণের মলাল করা। আর্থিক স্ব-নির্ভরতা অর্জন ও দেশের আধুনিকীকরণে প্রাতিধানিকভাবে জোর দেওয়া। • ধনী-দরিদ্র বা উন্নত- অনুন্নত সমস্ত ক্ষেত্রে যাবতীয় উন্নয়ন অসাম্য দূর করে সামাজিক ন্যায় প্রতিষ্ঠা। • কর্মসংস্থানের সুযোগ বাড়িয়ে সারা দেশব্যাপী বেকারাত্বের পরিমানকে যথাসম্ভব কমানো। • খাদ্যের জন্য আমেরিকা বা ইউরোপের দেশগুলির ওপর থেকে নির্ভরশীলতা ধীরে ধীরে কমিয়ে আনা। • দেশের আর্থ-সামাজিক কাঠামোয় সার্বিক স্থিতিশীলতা বজায় রাখা, প্রভৃতি। পদ্মবার্ষিকী পরিকল্পনার কৌশলগত ভিত্তি (The strategic basis of the five-year plan) বিভিন্ন সময়কাল জুড়ে ভারতে যে সমস্ত পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল, সেগুলির বেশ কিছু নির্দিষ্ট কৌশলগত ভিত্তি রয়েছে। যেমন- Harrod Domar Model অনুসরণ: অর্থনীতিতে কেইন্সীয় ধারণার ওপর প্রতিষ্ঠিত Harrod Domar Model-টি উন্নয়…

একটি মন্তব্য পোস্ট করুন