জলবায়ু পরিবর্তনের প্রমাণ (Evidences of Climate Changes)
Alborigato
জলবায়ু পরিবর্তনের প্রমাণ (Evidences of Climate Changes)
জলবায়ু পরিবর্তনের প্রমাণ (Evidences of Climate Changes) বিভিন্ন ভূ- তাত্ত্বিক যুগে জলবায়ু পরিবর্তনের চিহ্ন পৃথিবীর উপরিভাগে, সমুদ্রতলে ও ভূ-ত্বকের নানা স্যানে আয়ে। জয়াবায়ু পরিবর্তনের প্রমাণসমূহ নীচে আলোচনা করা হল- (1)অতীত হিমবাহের অগ্রগমন ও পশ্চাদপসরণের চিহ্ন (Indication of advancement and retreat of past glaciers): প্রমবাহের পর্যায়ক্রমিক অগ্রগমন ও পশ্চাদপসরণের চিহ্ন থেকে পৃথিবীর জলবায়ু পরিবর্তনের বিভিন্ন দিক রম্পর্কে ধারণা করা যায়। গবেষণালব্ধ তথ্য থেকে জানা গেছে যে খ্রিস্টের জন্মের 3000 বছর পূর্বে পৃথিবীতে ভাস্যবৃত অঞ্চল কমে গিয়েছিল। এখনকার তুলনায় হিমরেখা 300 মিটার ওপরে অবস্থান করছিল। আবার, খ্রিস্টপূর্ব 500 সাল নাগাদ হিমরেখা অনেকটা নেমে এসেছিল। পরবর্তীকালে তার আবার পশ্চাদপসরণ ঘটে। সপ্তদশ শতাব্দী থেকে ঊনবিংশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে হিমরেখার পুনরায় অবনমন ঘটে। বিংশ শতাব্দীতে টিমদ্রেরণার আবার পশ্চাদপসরণ ঘটে। কানাডার বিস্তীর্ণ অঞ্চলে হিমবাহের অগ্রগমন ও পশ্চাদপসরণের চিহ্ন হয়ে গেছে যা থেকে জলবায়ু পরিবর্তনের প্রমাণ মেলে। 2. পললের আস্তরণে জলবায়ু পরিবর্তনের চিহ্ন (Evidences of change of cli…