নিরক্ষীয় জলবায়ু (Equatorial Climates)

Alborigato
নিরক্ষীয় জলবায়ু (Equatorial Climates)
নিরক্ষীয় জলবায়ু (Equatorial Climates) নিরক্ষরেখার উভয়দিকে এই ধরনের জলবায়ু লক্ষ করা যায় বলে এটি নিবন্ধীয় জলবায়ু নামে পরিচিত। তবে ৫ জলবায় ক্রান্তীয় বৃষ্টি অরণ্য জলবায় ও ক্রান্তীয় উদ্বু ও আর্দ্র জলবায়ু নামেও পরিচিত। দক্ষিণ আমেরিকার আমা অববাহিকা-এই জলবায়ুর দ্বারা প্রভাবিত হওয়ায় এর অপর নাম হল আমাজনীয় প্রকৃতির জলবায় • ভৌগোলিক অবাজান (Geographical Locations) • অক্ষাংশগত অবস্থান নিরক্ষীয় জলবায়ু ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বা ক্রান্তীয় উয় ও আর্দ্র জলবায়ু নামে পরিচিত এই জলবায়ু নিরক্ষরেখার উভয় পার্শ্বে 5°-10° উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যে বিস্তৃত। মহাদেশগুলির পূর্ব প্রাক্টা দেশসমূহে এই জলবায় 15° উত্তর ও দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত বিস্তুত, এমনকি এটি 25° উত্তর ও দক্ষিণ অক্ষাংশের লক্ষ করা যায়। জলবায়ুবিদ অস্টিন মিলার (Austin Millar) মাতে, আদর্শ নিরক্ষীয় জলবায়ু প্রকৃতপক্ষে ২' উদ্ধ অক্ষাংশ থেকে ৪° উত্তর অক্ষাংশের মধ্যে লক্ষ করা যায়, তবে নিরক্ষরেখা বরাবর নয়। এই জলবায়ু অঞ্চল মেরা দিকে সাভানা জলবায়ুর দ্বারা সীমাবন্দ। • দেশীয় অবস্থান নিরক্ষীয় জলবায়ু অঞ্চল বিভিন্ন মহাদেশের অন্তর্গত যেসব দেশে বিস্তৃত, …

একটি মন্তব্য পোস্ট করুন