ভারতে আঞ্চলিক বৈষম্যের বিভিন্ন রূপ(Different Forms of Regional disparity in India)
ভারতে আঞ্চলিক বৈষম্যের বিভিন্ন রূপ (Different Forms of Regional disparity in India) ভারতে আঞ্চলিক বৈষম্যের বেশ কয়েকটি রূপ লক্ষ্য করা যায়, যেমন- (A) বৈষমোর উদ্ভব অনুসারে। According to the origin of disparity) (i) সহজাত আঞ্চলিক বৈষম্য (Inherent regional disparities): সাধারণত ভারতের বিলি ভৌগোলিক পরিসরে বহুমুখী বৈচিত্র্য অথবা প্রাকৃতিক উপাদানগুলির অসম বণ্টন যে ভারসামইন অবস্থার সৃষ্টি করে তাকেই সহজাত আঞ্চলিক বৈষম্য বলা হয়। সাধারণত, এই ধরনের সহজাত আঞ্চলিক বৈষম্যের ক্ষেত্রে আন্তঃরাজ্যভিত্তিক খনিজ সম্পদ, শক্তি সম্পদ, জল সম্পদ, অরণ্য সম্পদ প্রভৃতির বণ্টনগত অসামঞ্জস্যতা বিবেচনা করা হয়। (ii) স্বতঃপ্রণোদিত বা মনুষ্যসৃষ্ট আঞ্চলিক বৈষম্য (Spontaneous or man-made regional disparities): ভারতের দীর্ঘকালীন আর্থসামাজিক প্রেক্ষাপটে মানুষ নিজে থেকেই স্বতঃপ্রণোদিত বৈষম্যের পরিবেশ গড়ে তুলেছে। যেমন-অর্থনৈতিক ক্ষেত্রে অগ্রাধিকারভিত্তিক বিপুল বিনিয়োগ, ভর্তুকি, অনুদান, বিশেষ মর্যাদা প্রভৃতির ভিত্তিতে কিছু অঞ্চলকে উন্নয়নের নিরিখে যথেষ্ট প্রাধান্য দেওয়ার নীতিগত কৌশলে ভারতে স্বপ্রণোদিত বৈষম্য এখনও রয়ে গেছে। (B) বৈষম্যে…