ভারতের আঞ্চলিক বৈষম্যের পরিণতি(Consequences of regional disparities in India)

Alborigato
ভারতের আঞ্চলিক বৈষম্যের পরিণতি(Consequences of regional disparities in India)
ভারতের আঞ্চলিক বৈষম্যের পরিণতি(Consequences of regional disparities in India) ভারতের মতো উন্নয়নশীল দেশে আঞ্চলিক বৈষম্যের পরিণতি অত্যন্ত সুদূরপ্রসারী। এখানে ভারতের আঞ্চলিক বৈষম্যের কয়েকটি উল্লেখযোগ্য প্রভাব সম্পর্কে আলোচনা করা হল- • সমষ্টিগত ভারসাম্যহীনতা বৃদ্ধি (Increasing Aggregate Imbalance): আঞ্চলিক বৈষম্যের বিষয়ট দেশের সমৃদ্ধ ও পশ্চাদ্গর এলাকাগুলিতে সমষ্টিগত ভারসাম্যহীনতার বিষয়টিকে যথেষ্ট প্রকট করে তুলেছে। ইংরেজ আমল থেকে ভারতের যে সমস্ত এলাকা প্রবৃদ্ধির মূল কেন্দ্রবিন্দুরূপে আত্মপ্রকাশ করেছিল, স্বাধীনতার পরে বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সুবাদে উন্নয়নের পর্যাপ্ত পরিকাঠামোগুলি প্রায় পুরোটাই সেখানে ঢালে পড়েছে। ফলে, জীবনযাত্রার মান থেকে শুরু করে কৃষি ও শিল্প উৎপাদন, কর্মসংস্থানের সুযোগ, যোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণ, শিক্ষা-স্বাস্থস উন্নয়নের প্রতিটি সূচকেই স্বল্পোন্নত এলাকাগুলির সমষ্টিগত ভারসাম্যহীনতা ক্রমশ ভয়াবহ আকার পেয়েছে। উদাহরণ। স্বরূপ, মুম্বাই, দিল্লি, কলকাতা, চেন্নাই, ব্যাঙ্গালোর এবং হায়দ্রাবাদের মতো মেট্রোপলিটন শহরগুলির সাথে দেশের অন্যান্য মেট্রো শহর বা আধুনিক জনপদগুলির সমষ্টি…

একটি মন্তব্য পোস্ট করুন