অনুন্নয়নের ধারণা(Concept of underdevelopment)

Alborigato
অনুন্নয়নের ধারণা(Concept of underdevelopment)
অনুন্নয়নের ধারণা (Concept of underdevelopment) ধারণা (Concept): অনুন্নয়নের ধারণাটিকে সাধারণত উন্নয়ন মানের আপেক্ষিক কালবিলম্বতাকে ইঙ্গিত করতেই উপস্থাপন করা হয়ে থাকে (বাস্তবিক অর্থে অনুন্নয়ন হল মানবসমাজের এমনই একটি অবরুদ্ধ চিরাচরিত অবস্থা, যেখানে মানুষ তাদের প্রত্যাশিত সুযোগগুলি থেকে সর্বদা বঞ্চিত হয়ে তুলনামূলক নিম্নমানের জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়ে। অনুন্নয়নকে স্পষ্টত বোঝাতে অধিকাংশ অর্থনীতিবিদ নিম্ন মাথাপিছু আয়, ব্যাপক দারিদ্র্য, অপুষ্টি, সাক্ষরতার নিম্ন স্তর, নিম্ন আয়ু এবং সম্পদের স্বল্প ব্যবহার বা অসম বণ্টন প্রভৃতি বিষয়গুলির সাথে তুলনা করে ব্যাখ্যা করে থাকেন, যেমন- আন্দ্রে গুণ্ডার ফ্রাঙ্ক অনুন্নয়নের পরিস্থিতিকে নিছক একটি অভাব (merely a lack) হিসেবে বিবেচনা করেছেন। স্মিথ (2013)-এর মতে, "Underdevelopment refers to a continuing relationship of exploitation where, at any one level in the chain, the full economic surplus is not available for reinvestment." অর্থাৎ অনুন্নয়ন বলতে।অর্থাৎ অনুন্নয়ন বলতে বোঝায় শোষণের একটি অবিরত সম্পর্ক যেখানে শৃঙ্খলের যেকোনো একটি স্তরে, পুনঃবিনিয়োগের জন্য স…

একটি মন্তব্য পোস্ট করুন