ভারতের আঞ্চলিক বৈষম্যের ধারণা(Concept of Regional Disparity in India)
ভারতের আঞ্চলিক বৈষম্যের ধারণা(Concept of Regional Disparity in India) ■ সমতা থেকে বৈষম্যের দিকে অভিমুখিতা (A Shift from inequality to disparity ) আমরা আগেই জেনেছি, প্রয়োগমূলক বা ব্যবহারিক দিক থেকে অসমতা এবং বৈষম্যের মধ্যে বেশ কয়েকটি পার্থক্য থাকলেও, কার্যক্ষেত্রে বিষয় দুটির মধ্যে বেশ কিছুটা স্বতন্ত্রতা পরিলক্ষিত হয়। আঞ্চলিক অসাম্যের বিষয়টিতে পৃথিবীর অধিকাংশ দেশের চিরাচরিত সাধারণ আর্থসামাজিক পরিস্থিতি অনুসারে বিবেচনা করা হয় বলে, তা থেকে আর্থসামাজিক ভারসাম্যহীনতার মাত্রা ঠিক কতটা প্রকট তা বোঝা যায় না। সেই কারণে, আঞ্চলিক উন্নয়নের নিরিখে বর্তমানে প্রায় সমস্ত দেশ আঞ্চলিক বৈষম্য কথাটিকেই ব্যবহারে সর্বাধিক আগ্রহী। বস্তুত, আর্থসামাজিক পরিস্থিতির নিরিখে বৈষম্যের ধারণাটি অসাম্যের তুলনায় আরও বেশি প্রকট, স্বতঃপ্রণোদিত এবং যথেষ্ট উদ্বেগজনক, তাই উন্নয়নের পথে অগ্রসর হওয়ার জন্য সমস্ত দেশ এই ধরনের সীমাবদ্ধতাগুলি হ্রাস করার ক্ষেত্রে ইতিবাচক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেআমরা আগেই জেনেছি, প্রয়োগমূলক বা ব্যবহারিক পার্থক্য থাকলেও, কার্যক্ষেত্রে বিষয় দুটির মা বেশ করেী স্বতন্ত্রতা পরিলক্ষিত হয়। আঞ্চলিক অসাম্যের বিষয়…